Learn and Examine Yourself

প্রাইমারি পরীক্ষা


প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা (২০১৩) :: পরীক্ষার তারিখঃ- হোয়াংহো- ০৮.১১.২০১৩
 
61. সৌরজগতের বৃহত্তম গ্রহ কোনটি?
ক. বুধ
খ. বৃহস্পতি
গ. মঙ্গল
ঘ. শক্র
উত্তরঃ
 
62. ভারত-শ্রীলংকাকে পৃথক করেছে কোন প্রণালী?
ক. ডোভার প্রণালী
খ. বেরিং প্রণালী
গ. মালাক্কা প্রণালী
ঘ. পক প্রণালী
উত্তরঃ
 
63. কোনটি মৌলিক পদার্থ?
ক. চিনি
খ. নিয়ন
গ. লবণ
ঘ. পানি
উত্তরঃ
 
64. কোন রঙের বস্তু তাপ শোষণ কম করে?
ক. সাদা
খ. কালো
গ. বেগুনি
ঘ. হলুদ
উত্তরঃ
 
65. কোন মাধ্যমে শব্দের গতি সবচেয়ে বেশি?
ক. শূন্যতায়
খ. কঠিন পদার্থে
গ. তরল পদার্থে
ঘ. বায়বীয় পদার্থ
উত্তরঃ
 

66. ভূপৃষ্ঠে কোন ধাতু সবচেয়ে বেশি আছে?
ক. তামা
খ. দস্তা
গ. অ্যালুমিনিয়াম
ঘ. সীসা
উত্তরঃ
 
67. নিচের কোন যৌগটি “ভিটামিন সি”?
ক. অ্যাসকরবিক এসিড
খ. সাইট্রিক এসিড
গ. অ্যসিটিক এসিড
ঘ. অক্সালিক এসিড
উত্তরঃ
 
68. কোনটি সাবান কে শক্ত করে?
ক. সোডিয়াম কার্বনেট
খ. সোডিয়াম সালফেট
গ. সোডিয়াম ক্লোরাইড
ঘ. সোডিয়াম সিলিকেট
উত্তরঃ
 
69. বিলিরুবিন তৈরি হয়--
ক. কিডনীতে
খ. যকৃতে
গ. পিত্তথলিতে
ঘ. প্লিহায়
উত্তরঃ
 
70. গাছের পাতা পীত বর্ণ ধারণ করে কিসের অভাবে?
ক. নাইট্রোজেন
খ. ম্যাগনেসিয়াম
গ. আয়রন
ঘ. পটাশিয়াম
উত্তরঃ
 

   
       

Self Test For This Page

Self Test For Whole Exam Question