Learn and Examine Yourself

প্রাইমারি পরীক্ষা


প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা (২০১৩) :: পরীক্ষার তারিখঃ- হোয়াংহো- ০৮.১১.২০১৩
 
1. “ইউসুফ জোলেখা” কাব্য লেখেন কে?
ক. যশোরাজ খান
খ. শাহ মুহম্মদ সগীর
গ. মীর মোশাররফ হোসেন
ঘ. বিজয় গুপ্ত
উত্তরঃ
 
2. কোথায় স্বর্গ? কোথায় নরক? কে বলে তা বহুদূর? মানুষেরই মাঝে স্বর্গ-নরক মানুষেতে সুরাসুর পংক্তিটির রচয়িতা কে?
ক. শেখ ফজলুল করিম
খ. মোজাম্মেল হক
গ. মোহিত লাল মজুমদার
ঘ. জীবনানন্দ দাশ
উত্তরঃ
 
3. কোন নাটকটি সেলিম আল দীনের?
ক. পায়ের আওয়াজ পাওয়া যায়
খ. কবর
গ. সুবচন নির্বাসনে
ঘ. মুনতাসীর ফ্যান্টাসী
উত্তরঃ
 
4. “প্রভাত সূর্যের” সমার্থক শব্দ কোনটি?
ক. রবি
খ. দিনমণি
গ. অরুণ
ঘ. ভানু
উত্তরঃ
 
5. “হরণ” শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?
ক. পূরণ
খ. গ্রহণ
গ. মুক্ত
ঘ. কোনোটিই নয়
উত্তরঃ
 

6. বাক্যস্থিত ক্রিয়াপদের সাথে কোন পদের সম্পর্ককে কারক বলে?
ক. বিশেষণ পদের
খ. অব্যয় পদের
গ. নাম পদের
ঘ. ক্রিয়া বিশেষণ পদের
উত্তরঃ
 
7. অধিকরণ কারকের উদাহরণ কোনটি?
ক. তিলে তৈল আছে
খ. দুধ থেকে ঘি হয়
গ. তিল থেকে তেল হয়
ঘ. মেঘ থেকে বৃষ্টি হয়
উত্তরঃ
 
8. “তিনি ব্যাকরণে পন্ডিত”- বাক্যে “ব্যাকরণে” শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
ক. কর্মে সপ্তমী
খ. করণে সপ্তমী
গ. অপাদানে সপ্তমী
ঘ. অধিকরণে সপ্তমী
উত্তরঃ
 
9. কোনটি শুদ্ধ বানান?
ক. MISIONARY
খ. MISSIONARY
গ. MISIONERY
ঘ. MISSIONERY
উত্তরঃ
 
10. কোনটি শুদ্ধ বানান?
ক. CATASTROPHE
খ. CETASTROPHE
গ. CATASTROPHEE
ঘ. CATASTROFEE
উত্তরঃ
 

   
       

Self Test For This Page

Self Test For Whole Exam Question