Learn and Examine Yourself

প্রাইমারি পরীক্ষা


প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা (২০১৩) :: পরীক্ষার তারিখঃ- মিসিসিপি- ০৮.১১.২০১৩
 
61. কোনটি শওকত ওসমান রচিত?
ক. চৌচির
খ. সত্য-মিথ্যা
গ. পদ্মা-মেঘনা-যমুনা
ঘ. ক্রীতদাসের হাসি
উত্তরঃ
 
62. বাংলা ভাষার প্রথম কবিতা সংকলন-
ক. চর্যাপদ
খ. বৈষ্ণব পদাবী
গ. ঐতরেয় আরণ্যক
ঘ. দোহাকোষ
উত্তরঃ
 
63. ব্যাকরণের কোন অংশে কারক সম্বন্ধে আলোচনা করা হয়?
ক. ধ্বনিতত্ত্বে
খ. অর্থতত্ত্বে
গ. বাক্যতত্ত্বে
ঘ. রূপতত্ত্বে
উত্তরঃ
 
64. কোনটি শুদ্ধ বানান?
ক. মুহুর্মুহু
খ. মূহুর্মুহু
গ. মুর্হমূহু
ঘ. মুর্হুমূহু
উত্তরঃ
 
65. ব্যাঙের সর্দি বলতে কি বোঝায়?
ক. রোগ বিশেষ
খ. অসম্ভব ঘটনা
গ. প্রতারণা
ঘ. সম্ভাব্য ঘটনা
উত্তরঃ
 

66. দস্ত-ব-দস্ত কথার অর্থ কি?
ক. বন্ধু বনাম বন্ধু
খ. খেতে-খেতে
গ. হাতে-নাতে
ঘ. আস্তে-আস্তে
উত্তরঃ
 
67. “কূপমন্ডুক” বাগধারাটির দ্বারা কি বোঝায়?
ক. বিশ্বাসপ্রবণ
খ. সীমিত জ্ঞানের মানুষ
গ. সাধারণ মানুষ
ঘ. অলস
উত্তরঃ
 
68. নিচের কোনটি সমার্থক শব্দ নয়?
ক. জলাশয়
খ. পুকুর
গ. দীঘি
ঘ. ঢেউ
উত্তরঃ
 
69. সংশয় -এর বিপরীত শব্দ-
ক. নির্ভর
খ. বিস্ময়
গ. প্রত্যয়
ঘ. দ্বিধা
উত্তরঃ
 
70. পথ শব্দের সমার্থ শব্দ কোনটি?
ক. সরণি
খ. সমরণি
গ. স্বরণী
ঘ. সরনি
উত্তরঃ
 

   
       

Self Test For This Page

Self Test For Whole Exam Question