Learn and Examine Yourself

প্রাইমারি পরীক্ষা


প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা (২০১৩) :: পরীক্ষার তারিখঃ- মিসিসিপি- ০৮.১১.২০১৩
 
11. শ্বসনে নির্গত হয়-
ক. অক্সিজেন
খ. নাইট্রোজেন
গ. কার্বন ডাই-অক্সাইড
ঘ. উপরের সবগুরোই
উত্তরঃ
 
12. সালোকসংশ্লেষণ ঘটে না-
ক. পাতায়
খ. সবুজ কান্ডে
গ. শাখা-প্রশাখায়
ঘ. মূলে
উত্তরঃ
 
13. নিচের কোনটি ভাইরাসজনিত রোগ নয়?
ক. টিটেনাস
খ. ইনফ্লুয়েঞ্জা
গ. চিকেন পক্স
ঘ. হাম
উত্তরঃ
 
14. টিউমার সংক্রান্ত চর্চাকে কি বলে?
ক. একোলজি
খ. অঙ্কোলজি
গ. সাইটোলজি
ঘ. টিউমারোলজি
উত্তরঃ
 
15. প্রবল জোয়ারের কারণ, এ সময়-
ক. চন্দ্র পৃথিবীর সবচেয়ে কাছে থাকে
খ. পৃথিবী সূর্যের সবচেয়ে কাছে থাকে
গ. সুর্য, চন্দ্র ও পৃথিবী এক সরল রেখায় থাকে
ঘ. সূর্য ও চন্দ্র পৃথিবীর সঙ্গে সমকোণ করে থাকে
উত্তরঃ
 

16. শব্দের তীব্রতা নির্ণায়ক যন্ত্র-
ক. অডিওমিটার
খ. অডিওফোন
গ. অ্যামিটার
ঘ. অলটিমিটার
উত্তরঃ
 
17. বৈদ্যুতিক পাখা ধীরে ধীরে ঘুরলে বিদ্যুৎ খরচ
ক. বেশি হয়
খ. কম হয়
গ. খুব কম হয়
ঘ. একই থাকে
উত্তরঃ
 
18. সাধারণ স্টোরেজ ব্যাটারীতে সিসার ইলেকট্রোডের সাথে যে তরলটি ব্যবহৃত হয় তা হলো-
ক. হাইড্রোক্লোরিক এসিড
খ. সালফিউরিক এসিড
গ. নাইট্রিক এসিড
ঘ. এমোনিয়াম ক্লোরাইড
উত্তরঃ
 
19. কচুশাক বিশেষভাবে মূল্যবান যে উপাদানের জন্য তা হলো--
ক. ভিটামিন এ
খ. ভিটামিন সি
গ. ক্যালসিয়াম
ঘ. লৌহ
উত্তরঃ
 
20. একজন সাধারণ মানুষের দেহে মোট কত টুকরা হাড় থাকে?
ক. ১০৬
খ. ২০৬
গ. ৩০৬
ঘ. ৪০৬
উত্তরঃ
 

   
       

Self Test For This Page

Self Test For Whole Exam Question