Learn and Examine Yourself

প্রাইমারি পরীক্ষা


প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা (২০১৩) :: পরীক্ষার তারিখঃ- ভলগা- ০৮.১১.২০১৩
 
71. ভাঙ্গা হাড় নির্ণয়ে ব্যবহৃত হয়-
ক. গামা রশ্মি
খ. আলফা রশ্মি
গ. বিটা রশ্মি
ঘ. রঞ্জন রশ্মি
উত্তরঃ
 
72. ক্যাসেটের ফিতার শব্দ রক্ষিত থাকে কি হিসেবে?
ক. বৈদ্যুতিক ক্ষেত্র হিসেবে
খ. মেমোরি চিপ হিসেবে
গ. চুম্বক ক্ষেত্র হিসেবে
ঘ. কার্বন ক্ষেত্র হিসেবে
উত্তরঃ
 
73. শান্তিতে নোবেল পুরস্কার প্রত্যাখ্যানকারী একমাত্র ব্যক্তি?
ক. লি ডাক থো
খ. মার্টিন লুথার কিং জুনিয়র
গ. স্যার স্যামুয়েলসন
ঘ. হেরগোবিন্দ খোরানা
উত্তরঃ
 
74. কান্তজীর মন্দির কোন জেলায় অবস্থিত?
ক. রাঙামাটি
খ. দিনাজপুর
গ. জয়পুরহাট
ঘ. কুমিল্লা
উত্তরঃ
 
75. স্বাধীনতার পর প্রকাশিত প্রথশ ডাকটিকিটে কোন ছবি ছিল?
ক. জাতীয় স্মৃতিসৌধ
খ. লালবাগের কেল্লাহ
গ. সোনা মসজিদ
ঘ. শহীদ মিনার
উত্তরঃ
 

76. উপমাহদেশের সর্বশেষ গভর্নর জেনারেল কে ছিলেন?
ক. লর্ড মিন্টো
খ. লর্ড কার্জন
গ. লর্ড মাউন্টব্যাটেন
ঘ. লর্ড ওয়াভেল
উত্তরঃ
 
77. বীরশ্রেষ্ঠ ক্যাপটেন মহীউদ্দীন জাহাঙ্গীরের কবর কোন জেলায়?
ক. চাঁপাইনবাবগঞ্জ
খ. নওগাঁ
গ. জয়পুরহাট
ঘ. সিলেট
উত্তরঃ
 
78. ইসলামী সম্মেলন সংস্থা (ওআইসি) এর সদর দপ্তর কোথায়?
ক. কায়রো
খ. জেদ্দা
গ. তেহরান
ঘ. ইসলামাবাদ
উত্তরঃ
 
79. রেডক্রসের প্রতিষ্ঠাতা কে?
ক. ব্যাডেন পাওয়েল
খ. পল পি হ্যারিস
গ. আলফ্রেড নোবেল
ঘ. হিনরি ডুনান্ট
উত্তরঃ
 
80. বাংলাদেশে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষ কখন থেকে চালু করা হয়?
ক. ১ জানুয়ারি ১৯৮৯
খ. ১ জানুয়ারি ১৯৯০
গ. ১ জানুয়ারি ১৯৯১
ঘ. ১ জানুয়ারি ১৯৯২
উত্তরঃ
 

   
       

Self Test For This Page

Self Test For Whole Exam Question