Learn and Examine Yourself

প্রাইমারি পরীক্ষা


প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা (২০১৩) :: পরীক্ষার তারিখঃ- ভলগা- ০৮.১১.২০১৩
 
31. পারমানবিক বোমার আবিষ্কারক কে?
ক. আইনস্টাইন
খ. অটোহ্যান
গ. রোজেনবার্গ
ঘ. ওপেন হাইমার
উত্তরঃ
 
32. Natural protien এর কোড নাম
ক. Protien P-53
খ. Protien-51
গ. Protien P-49
ঘ. Protien-54
উত্তরঃ
 
33. কোনটি রক্তের কাজ নয়-
ক. কলা থেকে ফুসফুসে বর্জ পদার্থ গ্রহণ করা
খ. ক্ষুদ্রান্ত থেকে কলাতে কাদ্যের সারবস্তু বহন করা
গ. হরমোন বিতরণ করা
ঘ. জারক রস বিতরণ করা
উত্তরঃ
 
34. IUCN এর কাজ হল বিশ্বব্যাপী--
ক. প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ করা
খ. মানবাধিকার সংরক্ষণ করা
গ. পানি সম্পদ সংরক্ষণ করা
ঘ. আন্তর্জাতিক সন্ত্রাস দমন করা
উত্তরঃ
 
35. আকাশে উজ্জ্বলতম নক্ষত্র কোনটি?
ক. ধ্রুবতারা
খ. প্রক্সিমা সেন্টারাই
গ. লুব্ধক
ঘ. জুলহ
উত্তরঃ
 

36. উপকূল থেকে কোনো স্থানে পরপর দুটি জোয়ারের ব্যবধান হল--
ক. প্রায় ৬ ঘন্টা
খ. প্রায় ১২ ঘন্টা
গ. প্রায় ২৪ ঘন্টা
ঘ. চাঁদের তিথি অনুসারে ভিন্ন
উত্তরঃ
 
37. কোথায় দিন রাত্রি সর্বদা সমান?
ক. উত্তর গোলার্ধে
খ. দক্ষিণ গোলার্ধে
গ. নিরক্ষ রেখায়
ঘ. মেরু অঞ্চলে
উত্তরঃ
 
38. বাংলাদেশের একটি জীবন্ত জীবাশ্মের নাম---
ক. রাজ কাঁকড়া
খ. গন্ডার
গ. পিপীলিকাভুক ম্যানিস
ঘ. স্লো লোরিস
উত্তরঃ
 
39. রেকটিফাইড স্পিরিট হল--
ক. ৯০% ইথানল + ১০% পানি
খ. ৮০% ইথানল + ২০% পানি
গ. ৯৫% ইথানল + ৫% পানি
ঘ. ৯৮% ইথানল + ২% পানি
উত্তরঃ
 
40. কোন মৌলিক অধাতু সাধারণ তাপমাত্রায় তরল থাকে?
ক. পারদ
খ. ব্রোমিন
গ. আয়োডিন
ঘ. জেনন
উত্তরঃ
 

   
       

Self Test For This Page

Self Test For Whole Exam Question