Learn and Examine Yourself

প্রাইমারি পরীক্ষা


প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা (২০১৩) :: পরীক্ষার তারিখঃ- ভলগা- ০৮.১১.২০১৩
 
21. ৯, ৩৬, ৮১, ১৪৪, ----- ধারাটির পরবর্তী সংখ্যা কত?
ক. ১৬৯
খ. ২২৫
গ. ২৫৬
ঘ. ২৭২
উত্তরঃ
 
22. ১, ১, ২, ৩, ৫, ৮ এ সংখ্যা পরস্পরায় অষ্টম পদ কত?
ক. ১৩
খ. ১৬
গ. ১৯
ঘ. ২১
উত্তরঃ
 
23. কোন মূলধন ৬ বছরের জন্য ধার দেয়া হয়। লাভের হার প্রথম ৩ বছরের জন্য ৫% এবং শেষ ৩ বছরের জন্য ৪% নির্দিষ্ট করা হয়। ৬ বছর পর লাভসহ টাকার পরিমাণ ১২৭ টাকা হলে মূলধন কত?
ক. ১০০ টাকা
খ. ৯০ টাকা
গ. ৮০ টাকা
ঘ. ৭০ টাকা
উত্তরঃ
 
24. বার্ষিক ৪.৫% লাভে কত টাকা বিনিয়োগ করলে ৪ বছরে তা ৮২৬ টাকা হবে?
ক. ৭২৫ টাকা
খ. ৭০০ টাকা
গ. ৬৫০ টাকা
ঘ. ৪৫৮ টাকা
উত্তরঃ
 
25. নৌকা ও স্রোতের বেগ ঘণ্টায় যথাক্রমে ১০ ও ৫ কি. মি.। নদীপথে ৪৫ কি. মি. দীর্ঘ পথ একবার অতিক্রম করে ফিরে আসতে কত সময় লাগবে?
ক. ১৮ ঘণ্টা
খ. ১৬ ঘণ্টা
গ. ১২ ঘণ্টা
ঘ. ১০ ঘণ্টা
উত্তরঃ
 

26. একটি বাঁশের ১/৩ অংশ কাদায়, ৩/৫ অংশ পানিতে এবং ৬ হাত পানির উপরে আছে। বাঁশটি কত হাত লম্বা এবং কত হাত কাদায় আছে?
ক. ৬০ হাত, ২০ হাত
খ. ২১ হাত, ৭ হাত
গ. ৫১ হাত, ১৭ হাত
ঘ. ৯০ হাত, ৩০ হাত
উত্তরঃ
 
27. ৭২ কেজি ওজনবিশিষ্ট একটি মিশ্রণ A-এর ১৭ ভাগ, B-এর ৩ ভাগ এবং C-এর ৪ ভাগ দ্বারা গঠিত। মিশ্রণে B কতটুকু আছে?
ক. ৯ কেজি
খ. ১২ কেজি
গ. ১৭ কেজি
ঘ. ১৫ কেজি
উত্তরঃ
 
28. দুইটি সংখ্যার অনুপাত ৫ : ৮। উভয়ের সাথে ২ যোগ করলে অনুপাতটি ২ : ৩ হয়। সংখ্যা দুইটি কি কি?
ক. ৭ ও ১১
খ. ১২ ও ১৮
গ. ১০ ও ২৪
ঘ. ১০ ও ১৬
উত্তরঃ
 
29. চিনির মূল্য ২০% বৃদ্ধি পাওয়াতে একটি পরিবার চিনি খাওয়ার পরিমাণ এমনভাবে কমালো যে চিনি বাবদ ব্যয় বৃদ্ধি পেল না । ঐ পরিবার চিনি খাওয়া বাবদ শতকরা কত কমালো?
ক. ২৫%
খ. ২০%
গ. %
ঘ. ৪০%
উত্তরঃ
 
30. ১/২ এর শতকরা কত ৩/৪ হবে?
ক. ১২৫%
খ. ১২০%
গ. ১৫০%
ঘ. ১৪০%
উত্তরঃ
 

   
       

Self Test For This Page

Self Test For Whole Exam Question