Learn and Examine Yourself

প্রাইমারি পরীক্ষা


প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা (২০১৩) :: পরীক্ষার তারিখঃ- রাইন- ০৮.১১.২০১৩
 
51. যদি x2+px+6=0 এর মূল দুটি সমান হয় তবে p এর মান কত?
ক. 48
খ. 40
গ. 24
ঘ.
উত্তরঃ
 
52. একটি পেনসিল ১.২৫ টাকায় কিনে ১.৩০ টাকায় বিক্রয় করলে, শতকরা কত লাভ হবে?
ক. ১০%
খ. ৮%
গ. ৫%
ঘ. ৪%
উত্তরঃ
 
53. ক একটি জিনিস খ এর নিকট ২০% লাভে বিক্রি করে খ জিনসটি গ-এর নিকট ক এর ক্রয়মূল্যে বিক্রি করে। খ এর শতকরা কত ক্ষতি হয়?
ক. %
খ. %
গ. %
ঘ. ১৬
উত্তরঃ
 
54. ৬ ফুট দীর্ঘ একটি বাঁশের ৪ ফুট দীর্ঘ ছায়া হয়। একই সময় একটি গাছের ছায়া ৬৪ ফুট লম্বা হয়। গাছটির উচ্চতা কত?
ক. ৯৬ ফুট
খ. ৭২ ফুট
গ. ১৯২ ফুট
ঘ. ৪৪ ফুট
উত্তরঃ
 
55. গতকাল শেয়ারের দাম ২৫% বেড়েছিল, কিন্তু আজ ২৫% কমেছে। শেয়ারের দাম মোট কত কমেছে বা বেড়েছে?
ক. % বেড়েছে
খ. % বেড়েছে
গ. % কমেছে
ঘ. % কমেছে
উত্তরঃ
 

56. একটি কম্পিউটার বিজ্ঞান পরীক্ষায় ৩০% পরীক্ষার্থী পাস করেছে। যারা পাস করতে পারেনি তাদের ১২ জন কম্পিউটার বিজ্ঞান কোর্সে অংশগ্রহণ করেছে এবং ৩০ জন উক্ত কোর্সে অংশগ্রহণ করেনি। কতজন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহণ করেছে।
ক. ৬০ জন
খ. ৮০ জন
গ. ১০০ জন
ঘ. ১২০ জন
উত্তরঃ
 
57. একটি ১০,০০০ টাকার বিলের ওপর এককালীন ৪০% কমতি এবং পরপর ৩৬% ও ৪% কমতির পার্থক্য কত টাকা?
ক.
খ. ১৪৪
গ. ২৫৬
ঘ. ৪০০
উত্তরঃ
 
58. <A এবং <B পরস্পর সম্পূরক কোন। 115° হলে, <B=কত?
ক. ৬৫ ডিগ্রী
খ. ৭৫ ডিগ্রী
গ. ৮৫ ডিগ্রী
ঘ. ৯০ ডিগ্রী
উত্তরঃ
 
59. একটি সরলরেখার উপর অঙ্কিত বর্গ ঐ সরলরেখার এক চতুর্থাংশের উপর অঙ্কিত বর্গের কতগুণ?
ক. ৮ গুণ
খ. ৪ গুণ
গ. ১২ গুণ
ঘ. ১৬ গুণ
উত্তরঃ
 
60. The synonym of 'Tedious' is-
ক. Amusing
খ. Quick
গ. Dull
ঘ. Exciting
উত্তরঃ
 

   
       

Self Test For This Page

Self Test For Whole Exam Question