Learn and Examine Yourself

প্রাইমারি পরীক্ষা


প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা (২০১৩) :: পরীক্ষার তারিখঃ- রাইন- ০৮.১১.২০১৩
 
11. Choose the correct sentence:
ক. He gave the examination
খ. He appeared at the examination
গ. He want for examination
ঘ. he passed at the examination
উত্তরঃ
 
12. টেস্টিং সল্ট-এর রাসায়নিক নাম কি?
ক. সোডিয়াম বাই-কার্বনেট
খ. পটাশিয়াম বাই-কার্বনেট
গ. মনো সোডিয়াম গ্লুটামেট
ঘ. সোডিয়াম গ্লুামেট
উত্তরঃ
 
13. বিলুরুবিন তৈরি হয়--
ক. পিত্ত থলিতে
খ. কিডনীতে
গ. প্লীহায়
ঘ. যকৃতে
উত্তরঃ
 
14. পৃথিবীতে কখন ল্যাপটপ কম্পিউটার প্রবর্তিত হয় এবং কোন কোম্পানী এটি তৈরি করে?
ক. আইবিএম, ১৯৮৩
খ. এপসন, ১৯৮১
গ. অ্যাপল, ১৯৭৭
ঘ. কম্প্যাক, ১৯৮৫
উত্তরঃ
 
15. জোয়ারের কত সময় পর ভাটার সৃষ্টি হয়?
ক. ৬ ঘন্টা ১৩ মিনিট
খ. ৮ ঘন্টা
গ. ১২ ঘন্টা ২০ মিনিট
ঘ. ১৩ ঘন্টা ১৫ মিনিট
উত্তরঃ
 

16. চাঁদ দিগন্তের কাছে অনেক বড় দেখায় কেন?
ক. অপবর্তনে
খ. আলোর বিচ্ছুরণে
গ. বায়ুমন্ডলের প্রতিসরণে
ঘ. দৃষ্টিভ্রমে
উত্তরঃ
 
17. কাঁচ তৈরির প্রধান কাঁচামাল --
ক. জিপসাম
খ. বালি
গ. সাজিমাটি
ঘ. চুনাপাথর
উত্তরঃ
 
18. পরমাণু চার্জ নিরপেক্ষ হয়, কারণ পরমাণুতে--
ক. নিউট্রন ও প্রোটেনের সংখ্যা সমান
খ. প্রোটন ও নিউট্রনের ওজন সমান
গ. নিউট্রন ও প্রোটন নিউক্লিয়াসে থাকে
ঘ. ইলেকট্রন ও প্রোটনের সংখ্য সমান
উত্তরঃ
 
19. টেলিভিশনে রঙিন ছবি উৎপাদনের জন্য কয়টি মৌলিক রং-এর ছবি ব্যবহার করা হয়?
ক. ৩টি
খ. ২টি
গ. ৫টি
ঘ. ৪টি
উত্তরঃ
 
20. শতকরা বার্ষিক কত হার সুদে কোনো আসল ১০ বছরে ৪ গুণ হবে?
ক. ১৫%
খ. ২০%
গ. ২৫%
ঘ. ৩০%
উত্তরঃ
 

   
       

Self Test For This Page

Self Test For Whole Exam Question