Learn and Examine Yourself

প্রাইমারি পরীক্ষা


প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা (২০১৩) :: পরীক্ষার তারিখঃ- রাইন- ০৮.১১.২০১৩
 
1. কোনটির তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে কম?
ক. লাল আলো
খ. হুলদ আলো
গ. বেগুনী আলো
ঘ. নীল আলো
উত্তরঃ
 
2. গ্রীষ্মকালে সাদা কাপড় পরা হয়, কারণ--
ক. সাদা কাপড়ের তাপ বিকিরণ বেশি
খ. সাদা কাপড় তাপ শোষণ করে না
গ. সাদা কাপড়ের তাপ প্রতিফলন ক্ষমতা বেশি
ঘ. সাদা কাপড়ের প্রতিসরণ ক্ষমতা বেশি
উত্তরঃ
 
3. শব্দ তরঙ্গ চলতে পারে না--
ক. শূন্য মাধ্যমে
খ. কঠিন মাধ্যমে
গ. তরল মাধ্যমে
ঘ. বায়বীয় মাধ্যমে
উত্তরঃ
 
4. বৈদ্যুতিক ক্ষমতার একক--
ক. এম্পেয়ার
খ. ওহম
গ. ভোল্ট
ঘ. ওয়াট
উত্তরঃ
 
5. a-1a=4 হলে, a2+1a2= কত?
ক. 22
খ. 18
গ. 16
ঘ. 14
উত্তরঃ
 

6. বৃত্তস্থ সামান্তরিক একটি ---
ক. আয়তক্ষেত্র
খ. বর্গক্ষেত্র
গ. রম্বস
ঘ. ট্রাপিজিয়াম
উত্তরঃ
 
7. একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য ২০%, প্রস্থ ১০% হ্রাস করা হলে, ক্ষেত্রফলের শতকরা কত পরিবর্তন হবে?
ক. ২৮% হ্রাস
খ. ১০৮% হ্রাস
গ. ৮% হ্রাস
ঘ. ৮% বৃদ্ধি
উত্তরঃ
 
8. ৬০ জন লোক কোনো কাজ ১৮ দিনে করতে পারে। উক্ত কাজ ৩৬ জন লোক কত দিনে সম্পন্ন করতে পারবে?
ক. ১৮ দিনে
খ. ৩০ দিনে
গ. ৩৬ দিনে
ঘ. ৬০ দিনে
উত্তরঃ
 
9. 'By all means' means-
ক. meaningless
খ. Meaningful
গ. Certainly
ঘ. Uncertainly
উত্তরঃ
 
10. Antonym of the word 'futile' is-
ক. Useful
খ. Useless
গ. Idle
ঘ. Comical
উত্তরঃ
 

   
       

Self Test For This Page

Self Test For Whole Exam Question