Learn and Examine Yourself

প্রাইমারি পরীক্ষা


প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা (২০১৩) :: পরীক্ষার তারিখঃ- দাজলা- ০৮.১১.২০১৩
 
71. উঁচু পর্বতের চূড়ায় উঠলে নাক দিয়ে রক্ত পড়ার সম্ভাবনা থাকে। কারণ উঁচু পর্বত চূড়ায়---
ক. বায়ুর চাপ বেশি
খ. বায়ুর চাপ কম
গ. অক্সিজেন কম
ঘ. ঠান্ডা বেশি
উত্তরঃ
 
72. একটি সরলদোলককে পৃথিবীর কেন্দ্রে নিলে তার দোলনকাল কত হবে?
ক. অসীম
খ. স্লো হবে
গ. ভূপৃষ্ঠের সমান
ঘ. ভূপৃষ্ঠ থেকে কম
উত্তরঃ
 
73. নিচের কোনটি রাসায়নিক পরিবর্তন?
ক. তাপ দ্বারা মোম গলানো
খ. লোহার মরিচা ধরা
গ. পানি চিনিতে দ্রবীভূত হওয়া
ঘ. বরফ গলে পানি হওয়া
উত্তরঃ
 
74. কোনটি খর পানিতে উত্তম ফেনা দেয়?
ক. টয়লেট সাবান
খ. তরল সাবান
গ. লন্ড্রি সাবান
ঘ. ডিটারজেন্ট
উত্তরঃ
 
75. সিস্টোলিক চাপ বলতে বুঝায়-
ক. হৃৎপিন্ডের সংকোচন চাপ
খ. হৃৎপিন্ডের প্রসারণ চাপ
গ. হৃৎপিন্ডের সংকোচন ও প্রসারণ চাপ
ঘ. কোনোটিই নয়
উত্তরঃ
 

76. কোনটি পানিবাহিত রোগ?
ক. টাইফয়েড
খ. যক্ষ্মা
গ. ইনফ্লুয়েঞ্জা
ঘ. হাম
উত্তরঃ
 
77. মানবদেহের রক্তচাপ নির্ণায়ক যন্ত্র-
ক. স্টেথস্কোপ
খ. স্ফিগমোম্যানোমিটার
গ. কার্ডিওগ্রাফ
ঘ. ইকোকার্ডিওগ্রাফ
উত্তরঃ
 
78. “এভিকালচার” বলতে কি বুঝায়?
ক. উড়োজাহাজ ব্যবস্থাপনা
খ. উড্ডয়ন সংক্রান্ত বিষয়াদি
গ. বাজ পাখি পালন বিষয়াদি
ঘ. পাখিপালন বিষয়াদি
উত্তরঃ
 
79. সমুদ্রস্রোতের অন্যতম কারণ-
ক. বায়ু প্রবাহের প্রভাব
খ. সমুদ্রের ঘূর্ণিঝড়
গ. সমুদ্রের পানিতে তাপের পরিচালনা
ঘ. সমুদ্রের পানিতে তাপের তারতম্য
উত্তরঃ
 
80. দিবারাত্রি সংঘটিত হয়-
ক. আহ্নিক গতির জন্য
খ. বার্ষিক গতির জন্য
গ. মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে
ঘ. কোনোটিই নয়
উত্তরঃ
 

   
       

Self Test For This Page

Self Test For Whole Exam Question