Learn and Examine Yourself

প্রাইমারি পরীক্ষা


প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা (২০১৩) :: পরীক্ষার তারিখঃ- দাজলা- ০৮.১১.২০১৩
 
61. সতীদাহ প্রথা রহিত হয় কোন সালে?
ক. ১৮২৯ সালে
খ. ১৮৩০ সালে
গ. ১৮৩১ সালে
ঘ. ১৮৩৯ সালে
উত্তরঃ
 
62. বাংলাদেশের প্রথম যাদুঘর কোনটি?
ক. ঢাকা যাদুঘর
খ. বরেন্দ্র যাদুঘর
গ. লালবাগ কেল্লা যাদুঘর
ঘ. আহসান মঞ্জিল যাদুঘর
উত্তরঃ
 
63. বাংলাদেশের সবচেয়ে প্রাচীন বিহার কোনটি?
ক. সোমপুর বিহার
খ. শালবন বিহার
গ. সীতাকোট বিহার
ঘ. আনন্দ বিহার
উত্তরঃ
 
64. প্রথম শহীদ স্মৃতিস্তম্ভটি তৈরি করা হয় ১৯৫২ সালের কোন তারিখে?
ক. ২১ ফেব্রুয়ারি
খ. ২২ ফেব্রুয়ারি
গ. ২৩ ফেব্রুয়ারি
ঘ. ২৪ ফেব্রুয়ারি
উত্তরঃ
 
65. রূপসা নদীর উপর নির্মিত খানজাহান আলী সেতুর দৈর্ঘ্য কত?
ক. ১৩০০ মিটার
খ. ১৩৬০ মিটার
গ. ১৪০০ মিটার
ঘ. ১৪৬০ মিটার
উত্তরঃ
 

66. সুন্দরবনের পশ্চিমে কোন নদী অবস্থিত?
ক. রায়মঙ্গল
খ. মাতামুহুরী
গ. পশুর
ঘ. বলেশ্বর
উত্তরঃ
 
67. ব্রহ্মপুত্র কোথায় বাংলাদেশে প্রবেশ করেছে?
ক. লালমনিরহাট
খ. ভুরুঙ্গামারী
গ. নীলফামারী
ঘ. কুড়িগ্রাম
উত্তরঃ
 
68. বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) কোথায় অবস্থিত?
ক. টঙ্গী
খ. সাভার
গ. গাজীপুর
ঘ. টাঙ্গাইল
উত্তরঃ
 
69. বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশের অভিষেক হয় কোন সালে?
ক. ১৯৯৯
খ. ২০০০
গ. ২০০১
ঘ. ২০০২
উত্তরঃ
 
70. কমনওয়েলথ গেমস অনুষ্ঠিত হয় কত বছর পর পর?
ক. ২ বছর
খ. ৩ বছর
গ. ৪ বছর
ঘ. ৫ বছর
উত্তরঃ
 

   
       

Self Test For This Page

Self Test For Whole Exam Question