Learn and Examine Yourself

প্রাইমারি পরীক্ষা


প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা (২০১৩) :: পরীক্ষার তারিখঃ- ঝিলাম- ০৮.১১.২০১৩
 
61. স্ক্যান্ডিনেভিয়ান দেশ নয় কোনটি?
ক. নরওয়ে
খ. কেনিয়া
গ. ডেনমার্ক
ঘ. ফিনল্যান্ড
উত্তরঃ
 
62. কলম্বিয়া দেশটি কোন মহাদেশে অবস্থিত?
ক. ইউরোপ
খ. দক্ষিণ আমেরিকা
গ. আফ্রিকা
ঘ. উত্তর আমেরিকা
উত্তরঃ
 
63. বিদ্যুৎ শক্তির বাণিজ্যিক একক কি?
ক. ওয়াট
খ. ওয়াট-ঘন্টা
গ. জুল
ঘ. কিলোওয়াট-ঘন্টা
উত্তরঃ
 
64. কোন রঙের বস্তুর তাপ শোষণ ক্ষতা বেশি?
ক. কালো
খ. লাল
গ. বেগুনি
ঘ. সাদা
উত্তরঃ
 
65. তাপ সঞ্চালনের দ্রুততম প্রক্রিয়া কোনটি?
ক. পরিবন
খ. পরিচলন
গ. বিকিরণ
ঘ. এর কোনোটিই নয়
উত্তরঃ
 

66. বায়ুমন্ডলের কোন উপাদান অতি বেগুনি রশ্মিকে শোষণ করে?
ক. হিলিয়াম
খ. ওজোন
গ. অক্সিজেন
ঘ. নাইট্রোজেন
উত্তরঃ
 
67. ম্যালিক এসিড পাওয়া যায়-
ক. কমলাললেবুতে
খ. টমেটোতে
গ. আমলকিতে
ঘ. আঙ্গুরে
উত্তরঃ
 
68. টুথপেস্টের প্রধান উপাদান
ক. সাবান ও পাওডার
খ. জেলী ও মসলা
গ. ফ্লোরাইড ও ক্লোরোফিল
ঘ. ভোজ্য তেল ও সোডা
উত্তরঃ
 
69. মাটির উর্বরতা বৃদ্ধিতে সাহায্য করে বায়ুর-
ক. অক্সিজেন
খ. নাইট্রোজেন
গ. হাইড্রোজেন
ঘ. কার্বন ডাই-অক্সাইড
উত্তরঃ
 
70. কোনটি একবীজপত্রী উদ্ভিদ নয়?
ক. নারিকেল
খ. গম
গ. ভুট্টা
ঘ. কাঁঠাল
উত্তরঃ
 

   
       

Self Test For This Page

Self Test For Whole Exam Question