Learn and Examine Yourself

প্রাইমারি পরীক্ষা


প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা (২০১৩) :: পরীক্ষার তারিখঃ- ঝিলাম- ০৮.১১.২০১৩
 
21. 1+2+3+4+------+18= কত?
ক. 168
খ. 171
গ. 174
ঘ. 176
উত্তরঃ
 
22. দুই সন্তানের বয়সের গড় ১০ বৎসর ও মাতাসহ তাদের বয়সের গড় ১৭ বৎসর হলে, মাতার বয়স কত হবে?
ক. ১৪ বৎসর
খ. ১৫ বৎসর
গ. ৩১ বৎসর
ঘ. ১৮ বৎসর
উত্তরঃ
 
23. পিতা ও মাতার বয়সের গড় ৩৬ বৎসর। পিতা, মাতা ও মেয়ের বয়সের গড় ২৯ বৎসর হলে মেয়ের বয়স কত হবে?
ক. ১৪ বৎসর
খ. ১৫ বৎসর
গ. ১৬ বৎসর
ঘ. ১৮ বৎসর
উত্তরঃ
 
24. একজন বোলার গড়ে ২২ রান দিয়ে ৬টি উইকেট পান। পরবর্তী খেলায় গড়ে ১৪ রান দিয়ে ৪টি উইকেট পান। তিনি গড়ে উইকেট প্রতি কত রান দিয়েছেন?
ক. ১৪.০
খ. ১৬.০
গ. ১৮.০
ঘ. ১৮.৮
উত্তরঃ
 
25. একজন কলা বিক্রেতা ১ হালি কলা ২০ টাকায় ক্রয় করে ১৮ টাকায় বিক্রয় করলেন। এতে তাঁর শতকরা কত ক্ষতি হবে?
ক. ১০%
খ. ১২%
গ. ১৩%
ঘ. ১৫%
উত্তরঃ
 

26. ৭৫ টাকায় ১৫টি বলপেন কিনে ৯০ টাকায় বিক্রয় করলে শতকরা কত লাভ হবে?
ক. ১৬%
খ. ১৮%
গ. ২০%
ঘ. ২১%
উত্তরঃ
 
27. একজন দোকানদার কিছু ডাল ২৩৭৫ টাকায় বিক্রয় করায় তার ৫% ক্ষতি হলো। ঐ ডাল কত টাকায় বিক্রয় করলে, তার ৬% লাভ হতো?
ক. ২৫০০ টাকা
খ. ২৫৫০ টাকা
গ. ২৬০০ টাকা
ঘ. ২৬৫০ টাকা
উত্তরঃ
 
28. একটি রাস্তা মেরামত করতে ৩৫ জন শ্রমিকের ১৬ দিন লাগবে, ২৮ জন শ্রমিকের কত দিন লাগবে?
ক. ২০ দিন
খ. ২১ দিন
গ. ২২ দিন
ঘ. ২৪ দিন
উত্তরঃ
 
29. ক ও খ একত্রে একটি কাজ ১০ দিনে শেষ করতে পারে। ক একা কাজটি ১৫ দিনে শেষ করতে পারলে খ একা কাজটি করতে পারে?
ক. ২৪ দিনে
খ. ২৮ দিনে
গ. ৩০ দিনে
ঘ. ৩২ দিনে
উত্তরঃ
 
30. কোনো পরিবারে মজুদ খাদ্যে ৪ জন সদস্যের ১৮ দিন চলে। মেহমান আসায় ঐ খাদ্যে ১২ দিন চললে কতজন মেহমান এসেছিল?
ক. ২ জন
খ. ৩ জন
গ. ৪ জন
ঘ. ৫ জন
উত্তরঃ
 

   
       

Self Test For This Page

Self Test For Whole Exam Question