Learn and Examine Yourself

প্রাইমারি পরীক্ষা


প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা (২০১৩) :: পরীক্ষার তারিখঃ- ঝিলাম- ০৮.১১.২০১৩
 
1. “লালসালু” উপন্যাসের লেখক কে?
ক. সৈয়দ ওয়ালীউল্লাহ
খ. শওকত আলী
গ. মুনীর চৌধুরী
ঘ. শহীদুল্লাহ কায়সার
উত্তরঃ
 
2. “মরণ রে, তুঁহুঁ মম শ্যাম সমান।” -- পঙ্ক্তিটির রচয়িতা কে?
ক. বিহারীলাল চক্রবর্তী
খ. অতুলপ্রসাদ সেন
গ. রবীন্দ্রনাথ ঠাকুর
ঘ. সুফিয়া কামাল
উত্তরঃ
 
3. “জন্ডিস ও বিবিধ বেলুন” নাটকটির রচয়িতা কে?
ক. মামুনুর রশীদ
খ. হুমায়ূন আহমেদ
গ. আবুল হায়াত
ঘ. সেলিম আল দীন
উত্তরঃ
 
4. “বিটপী” শব্দের সমার্থক শব্দ কোনটি?
ক. পুষ্প
খ. বৃক্ষ
গ. পদ্ম
ঘ. স্বর্ণ
উত্তরঃ
 
5. “কুটিল” শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?
ক. অকুটিল
খ. বাঁকা
গ. সরল
ঘ. হালকা
উত্তরঃ
 

6. বাক্যের প্রতিটি শব্দের সাথে অন্বয় সাধনের জন্য যে সকল বর্ণ যুক্ত হয় তাদের কী বলে?
ক. কারক
খ. বিভক্তি
গ. সমাস
ঘ. সম্বন্ধ পদ
উত্তরঃ
 
7. কোনটি করণ কারকে সপ্তমী বিভক্তির উদাহরণ?
ক. বালকেরা ফুটবল খেলে
খ. তাস খেলা ভাল নয়
গ. কাচের জিনিস সহজে ভাঙে
ঘ. টাকায় কি না হয়
উত্তরঃ
 
8. “আমাকে যেতে হবে” -- বাক্যে “আমাকে” শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
ক. কর্তৃকারকে দ্বিতীয়া
খ. কর্মে দ্বিতীয়া
গ. করণে দ্বিতীয়া
ঘ. অপাদানে দ্বিতীয়া
উত্তরঃ
 
9. কোনটি শুদ্ধ বানান?
ক. SURVEILANCE
খ. SARVEILANCE
গ. SURVEILLANCE
ঘ. SURVEILLENCE
উত্তরঃ
 
10. কোনটি শুদ্ধ বানান?
ক. ENCICLOPEDIA
খ. ENCYCLOPAEDIA
গ. ENCICLOPEADIA
ঘ. ENCYCLOPEDIA
উত্তরঃ
 

   
       

Self Test For This Page

Self Test For Whole Exam Question