Learn and Examine Yourself

প্রাইমারি পরীক্ষা


প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা (২০১৪) :: পরীক্ষার তারিখঃ- ডেলটা- ১৮.০৪.২০১৪
 
71. কোন সন্ধিটি নিপাতনে সিদ্ধ?
ক. পর + পর = পরস্পর
খ. বাক + দান = বাগদান
গ. উৎ + ছেদ = উচ্ছেদ
ঘ. সম + সার = সংসার
উত্তরঃ
 
72. কোনটি কবি ভারতচন্দ্রের উপাধি?
ক. রায় গুণাকর
খ. কবিকন্ঠহার
গ. কবিকঙ্কন
ঘ. কবিররঞ্জন
উত্তরঃ
 
73. জহির রায়হানের “আরেক ফাল্গুন” উপন্যাসটির পটভূমিকা হল----
ক. ৭১-এর মুক্তিযুদ্ধ
খ. ব্রিটিম বিরোধী আন্দোলন
গ. একুশে ফেব্রুয়ারীর ভাষা আন্দোলন
ঘ. এর কোনোটিই নয়
উত্তরঃ
 
74. “বিষাদ সিন্ধু” উপন্যাসের নায়ক-
ক. ইমাম হাসান
খ. সীমার
গ. এজিদ
ঘ. ইমাম হোসেন
উত্তরঃ
 
75. বিদ্রোহী বালিকা বধু ’জমিলা’ কোন উপন্যাসের চরিত্র?
ক. অপুর সংসার
খ. লালসালু
গ. গাভীর বৃত্তান্ত
ঘ. চাঁদের অমাবস্যা
উত্তরঃ
 

76. কোনটি রবীন্দ্রনাথের রচনা?
ক. চতুরঙ্গ
খ. চর্তুদশ
গ. চতুষ্কোণ
ঘ. চতুষ্পাঠী
উত্তরঃ
 
77. জসীমউদ্দীনের নাটক কোনটি?
ক. রাখালী
খ. বেদের মেয়ে
গ. মাটির কান্না
ঘ. বোবা কাহিনী
উত্তরঃ
 
78. সৌভাগ্যের বিষয় কোন বাগধারাটি দ্বারা বোঝানো হয়েছে?
ক. কেউকেটা
খ. গোঁফ-খেজুরে
গ. একাদশে বৃহস্পতি
ঘ. এলাহী কান্ড
উত্তরঃ
 
79. গঠন অনুসারে বাক্য কত প্রকার?
ক. দুই প্রকার
খ. পাঁচ প্রকার
গ. ছয় প্রকার
ঘ. তিন প্রকার
উত্তরঃ
 
80. ধাতু বা শব্দের শেষে প্রত্যয় যুক্ত করার উদ্দেশ্য কি?
ক. নতুন শব্দ গঠন
খ. বাক্যে অলঙ্কার
গ. শব্দের মিলন
ঘ. ভাষা সংক্ষেপণ
উত্তরঃ
 

   
       

Self Test For This Page

Self Test For Whole Exam Question