Learn and Examine Yourself

প্রাইমারি পরীক্ষা


প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা (২০১৪) :: পরীক্ষার তারিখঃ- ডেলটা- ১৮.০৪.২০১৪
 
41. কোন বৃহত্তম সংখ্যা দিয়ে ১০২ ও ১৮৬ কে ভাগ করলে প্রত্যেক বার ৬ অবশিষ্ট থাকবে?
ক. ১৬
খ. ১২
গ. ১৫
ঘ. ২২
উত্তরঃ
 
42. কতকগুলো ঘণ্টা একসাথে বাজার ১০ সে., ১৫ সে., ২০ সে. এবং ২৫ সে. পরপর বাজতে লাগল। উহারা আবার কতক্ষণ পরে একত্রে বাজবে?
ক. ১ মি. ২০ সে.
খ. ১ মি. ৩০ সে.
গ. ৫ মিনিট
ঘ. ৩ মিনিট
উত্তরঃ
 
43. দুট সংখ্যার অনুপাত ৫: ৭ এবং তাদের গ. সা. গু ৬ হলে সংখ্যা দুটির ল. সা. গু কত?
ক. ২১০
খ. ১৮০
গ. ২০০
ঘ. ২২০
উত্তরঃ
 
44. নিচের ভগ্নাংশগুলোর মধ্যে কোনটি সবচেয়ে বড়?
ক. ২৩/৩০
খ. ১৩/১৫
গ. ৪/৫
ঘ. ২/৩
উত্তরঃ
 
45. .×. কত?
ক. ০.০২৫
খ. ০.০০০২৫
গ. ০.০০০০২৫
ঘ. ০.২৫
উত্তরঃ
 

46. 0.0010.1×0.1= কত?
ক. 0.01
খ. 0.001
গ. 0.01
ঘ. 0.1
উত্তরঃ
 
47. একটি শ্রেণিতে যতজন ছাত্র আছে প্রত্যেককে তত টাকা করে প্রদান করলে মোট ৬৫৬১ টাকা হয়। ছাত্র সংখ্যা কত?
ক. ৭৫
খ. ৯১
গ. ৮১
ঘ. ৯২
উত্তরঃ
 
48. ১১ জন লোকের গড় ওজন ৭০ কেজি। ৯০ কেজি ওজনের একজন লোক চলে গেলে বাকীদের গড় ওজন কত হয়?
ক. ৬৮ কেজি
খ. ৭২ কেজি
গ. ৮০ কেজি
ঘ. ৬২ কেজি
উত্তরঃ
 
49. দু'টি সংখ্যার যোগফল ৮। যদি সংখ্যাগুলো ৩ঃ ১ অনুপাতে থাকে, তবে সংখ্যাগুলোর গুণফল হবে ---
ক. ১২
খ. ১০
গ. ১৫
ঘ. ১৮
উত্তরঃ
 
50. ৩০ লিটার পরিমাণ মিশ্রণে এসিড ও পানির অনুপাত ৭: ৩। ঐ মিশ্রণে কি পরিমাণ পানি মিশ্রিত করলে এসিড ও পানির অনুপাত ৩: ৭ হবে?
ক. ২৫ লিটার
খ. ৩০ লিটার
গ. ৪৫ লিটার
ঘ. ৪০ লিটার
উত্তরঃ
 

   
       

Self Test For This Page

Self Test For Whole Exam Question