Learn and Examine Yourself

প্রাইমারি পরীক্ষা


প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা (২০১৪) :: পরীক্ষার তারিখঃ- ডেলটা- ১৮.০৪.২০১৪
 
21. কসোভোর রাজধানী হচ্ছে---
ক. প্রিস্টিনা
খ. তিরানা
গ. বুদাপেস্ট
ঘ. নিকোশিয়া
উত্তরঃ
 
22. ভুটানের আইনসভার নাম কি?
ক. পঞ্চায়েত
খ. মজলিশ
গ. পার্লামেন্ট অব ভুটান
ঘ. মোগড়ু
উত্তরঃ
 
23. কে “ডেজার্ট ফক্স” নামে পরিচিতি?
ক. ফিল্ড মার্শাল রোমেল
খ. আনোয়ার সাদাত
গ. মার্শাল টিটো
ঘ. কামাল আতাতুর্ক
উত্তরঃ
 
24. নদী ছাড়া মহানন্দা কি?
ক. সরিষা
খ. আম
গ. তরমুজ
ঘ. বাঁধাকপি
উত্তরঃ
 
25. মানবদেহে অত্যাবশ্যকীয় এমিনো এসিড কোনটি?
ক. মিসটিন
খ. টাইরোসিন
গ. ফিনাইল এলানিন
ঘ. এলানিন
উত্তরঃ
 

26. রংধনুর সাতটি রঙের মধ্যে মধ্যম রঙ কোনটি?
ক. হলুদ
খ. নীল
গ. লাল
ঘ. সবুজ
উত্তরঃ
 
27. কোনটি চৌম্বক পদার্থ?
ক. পারদ
খ. কোবাল্ট
গ. বিসমার্থ
ঘ. অ্যান্টিমনি
উত্তরঃ
 
28. যে সর্বোচ্চ শ্রুতি সীমার উপরে মানুষ বধির হতে পারে তা হচ্ছে---
ক. ১০৫ ডিবি
খ. ৭৫ ডিবি
গ. ৯০ ডিবি
ঘ. ১২০ ডিবি
উত্তরঃ
 
29. ইন্টারনেটের মাধ্যমে উন্নত চিকিৎসা পদ্ধতিকে বলা হয় ---
ক. ইলেকট্রোমেডিসিন
খ. টেলিমেডিসিন
গ. ই-ট্রিটমেন্ট
ঘ. জায়মা প্লাজমা
উত্তরঃ
 
30. কম্পিউটারের প্রথম প্রোগ্রামিং ভাষা কোনটি?
ক. C++
খ. Pascal
গ. Fortran
ঘ. ADA
উত্তরঃ
 

   
       

Self Test For This Page

Self Test For Whole Exam Question