Learn and Examine Yourself

প্রাইমারি পরীক্ষা


প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা (২০১৪) :: পরীক্ষার তারিখঃ- বিটা- ১৮.০৪.২০১৪
 
21. "দৃষ্টিহীন” কার ছদ্মনাম?
ক. প্যারিচাঁদ মিত্র
খ. মধুসূদন দত্ত
গ. মধুসূদন মজুমদার
ঘ. বিহারীলাল চক্রবর্তী
উত্তরঃ
 
22. "A search for identity"- বইটি কার লেখা?
ক. কবির চৌধুরী
খ. মেজর আব্দুল জলিল
গ. মেজর রফিকুল ইসলাম
ঘ. সিরাজুল ইসলাম
উত্তরঃ
 
23. জসীমউদ্দীনের নাটক--
ক. বেদের মেয়ে
খ. রাখালী
গ. মাটির কান্না
ঘ. বোবা কাহিনী
উত্তরঃ
 
24. “প্রতিদিন ঘরহীন ঘরে” কাব্যগ্রন্থের রচয়িতা--
ক. আহসান হাবিব
খ. মহাদেব সাহা
গ. আলাউদ্দীন আল আজাদ
ঘ. শামসুর রাহমান
উত্তরঃ
 
25. বাংলাদেশের প্রথম সংবাদপত্র-
ক. আজাদ
খ. সমাচার দর্পন
গ. বঙ্গদর্শন
ঘ. বেঙ্গল গেজেট
উত্তরঃ
 

26. “মহর্ষি” কোন সমাস?
ক. কর্মধারয়
খ. দ্বন্দ্ব
গ. তৎপুরুষ
ঘ. দ্বিগু
উত্তরঃ
 
27. প্রত্যক্ষ কোনো বস্তুর সাথে পরোক্ষ কোনো বস্তুর তুলনা করলে প্রত্যক্ষ বস্তুটিকে বলা হয়---
ক. উপমিত
খ. উপমান
গ. উপমেয়
ঘ. রূপক
উত্তরঃ
 
28. “পয়জার” এর সমার্থক শব্দ কোনটি?
ক. ছুতার
খ. পাদুকা
গ. উন্মাদ
ঘ. দাঁড়িপাল্লা
উত্তরঃ
 
29. “বামেতর” শব্দটির অর্থ
ক. বামচোখ
খ. ইতর
গ. বামদিক
ঘ. ডান
উত্তরঃ
 
30. “মনীষা” শব্দের বিপরীত অর্থ---
ক. নির্বোধ
খ. প্রভা
গ. মনস্বিতা
ঘ. স্থিরতা
উত্তরঃ
 

   
       

Self Test For This Page

Self Test For Whole Exam Question