Learn and Examine Yourself

প্রাইমারি পরীক্ষা


প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা (২০১৪) :: পরীক্ষার তারিখঃ- বিটা- ১৮.০৪.২০১৪
 
11. ৪ টাকায় ১টি করে কমলা কিনে ২৪ টাকায় কয়টি কমলা বিক্রয় করলে ২০% লাভ হবে?
ক. ৬টি
খ. ৩টি
গ. ৪টি
ঘ. ৫টি
উত্তরঃ
 
12. একটি বিশ্ববিদ্যালয়ের ৮০% শিক্ষার্থী ছাত্রাবাসে অবস্থান করে। ছাত্রাবাসের সৌভাগ্যবান ৬০% শিক্ষার্থী একক কক্ষ পায়। যদি সৌভাগ্যবান শিক্ষার্থীর সংখ্যা ১২০০ হয় তবে বিশ্ববিদ্যালয়ের মোট শিক্ষার্থীর সংখ্যা কত?
ক. ৩০০০
খ. ২৮০০
গ. ২৫০০
ঘ. ২০০০
উত্তরঃ
 
13. স্থির পানিতে একটি নৌকার গতিবেগ ঘণ্টায় ৭ কি. মি.। এরূপ নৌকায় স্রোতের অনুকূলে ৩৩ কি. মি. পথ যেতে ৩ ঘণ্টা সময় লেগেছে। ফিরে আসার সময় নৌকাটির কত সময় লাগবে?
ক. ১৩ ঘণ্টা
খ. ১১ ঘণ্টা
গ. ১০ ঘণ্টা
ঘ. ৯ ঘণ্টা
উত্তরঃ
 
14. যদি কোনো একটি কাজ আলাদাভাবে সম্পন্ন করতে করিমের ৪৫ মি. এবং রহিমের ৩০ মি. সময় লাগে তবে উভয়ে একত্রে ঐ কাজটি সম্পন্ন করতে কত মিনিট সময় লাগবে?
ক. ১৮
খ. ১৬
গ. ১৫
ঘ. ২১
উত্তরঃ
 
15. একটি সোনার গয়নার ওজন ৩২ গ্রাম। এতে সোনা ও তামার পরিমাণ ৩:১। এতে কি পরিমাণ সোনা মেশালে অনুপাত ৪ : ১ হবে?
ক. ২ গ্রাম
খ. ৩ গ্রাম
গ. ৬ গ্রাম
ঘ. ৮ গ্রাম
উত্তরঃ
 

16. ক, খ ও গ এর বেতন অনুপাত ৭: ৫: ৩। খ, গ অপেক্ষা ২২২ টাকা বেশি পেলে ক এর বেতন কত?
ক. ৮৮৮ টাকা
খ. ৭৭৭ টাকা
গ. ৫৫৫ টাকা
ঘ. ৩৩৩ টাকা
উত্তরঃ
 
17. ১২ ও ৯৬ এর মধ্যে (এই দুটি সংখ্যাসহ) কয়টি সংখ্যা ৪ দ্বারা বিভাজ্য?
ক. ২৪
খ. ২৩
গ. ২২
ঘ. ২১
উত্তরঃ
 
18. ত্রিভুজের বৃহত্তম বাহু সংলগ্ন কোণদ্বয় ---
ক. সূক্ষ্মকোণ
খ. স্থূলকোণ
গ. সমকোণ
ঘ. সরলকোণ
উত্তরঃ
 
19. কোনো চতুর্ভুজের বিপরীত কৌণিক বিন্দুর সংযোজন রেখাংশ দুটির প্রত্যেকটিকে বলে ----
ক. ভূমি
খ. কর্ণ
গ. মধ্যমা
ঘ. উচ্চতা
উত্তরঃ
 
20. বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত ----
ক.
খ.
গ. ২৫/৯
ঘ. ২২/৭
উত্তরঃ
 

   
       

Self Test For This Page

Self Test For Whole Exam Question