Learn and Examine Yourself

প্রাইমারি পরীক্ষা


প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা (২০১৪) :: পরীক্ষার তারিখঃ- গামা- ১৮.০৪.২০১৪
 
31. বস্তুর ওজন সবচেয়ে বেশি---
ক. মেরু অঞ্চলে
খ. খনির ভিতরে
গ. বিষুব অঞ্চলে
ঘ. পাহাড়ের উপর
উত্তরঃ
 
32. কাজের একক---
ক. ওয়াট
খ. নিউটন
গ. জুল/সেকেন্ড
ঘ. জুল
উত্তরঃ
 
33. কলের পানিতে সাধারণত কোন রাসায়নিক উপাদান থাকে?
ক. ব্রোমিন
খ. আয়োডিন
গ. নাইট্রোজেন
ঘ. ক্লোরিন
উত্তরঃ
 
34. রংধনুতে হলুদ রঙের পাশের দুটি রঙ কি কি?
ক. সবুজ ও লাল
খ. নীল ও কমলা
গ. সবুজ ও কমলা
ঘ. বেগুনী ও লাল
উত্তরঃ
 
35. UNIX অপারেটিং সিস্টেমের উদ্ভাবক প্রতিষ্ঠান কোনটি?
ক. বেল ল্যাব
খ. ইনটেল
গ. আই বি এম
ঘ. মাইক্রোসফট
উত্তরঃ
 

36. মানুষের রক্তে কত ধরনের কণিকা আছে?
ক. ২ প্রকার
খ. ৩ প্রকার
গ. ৪ প্রকার
ঘ. ৫ প্রকার
উত্তরঃ
 
37. শৈবালের বৈশিষ্ট্য কি?
ক. এরা পরজীবী
খ. এরা স্ব-ভোজী
গ. এরা এককোষী
ঘ. এদের দেহে ক্লোরোফিল থাকে না
উত্তরঃ
 
38. কোনটি সামাজিক পরিবর্তনের উপাদান নয়?
ক. শিক্ষা
খ. বাসস্থান
গ. নগরায়ন
ঘ. শিল্পায়ন
উত্তরঃ
 
39. কোন লঘিষ্ঠ সংখ্যার সাথে ২ যোগ করলে যোগফল ১২, ১৮ এবং ২৪ দ্বারা বিভাজ্য হবে?
ক. ৮৯
খ. ৭০
গ. ১৭০
ঘ. ১৪২
উত্তরঃ
 
40. ক ও খ একত্রে একটি কাজ ১২ দিনে করতে পারে। ক একা কাজটি ২০ দিনে করতে পারে। খ একা কাজটি কত দিনে করতে পারবে?
ক. ৩০ দিনে
খ. ৩৫ দিনে
গ. ৪০ দিনে
ঘ. ২৫ দিনে
উত্তরঃ
 

   
       

Self Test For This Page

Self Test For Whole Exam Question