Learn and Examine Yourself

প্রাইমারি পরীক্ষা


প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা (২০১৪) :: পরীক্ষার তারিখঃ- গামা- ১৮.০৪.২০১৪
 
21. “ম্যাডোনা-৪৩” কি?
ক. প্রখ্যাত মড়েল
খ. একটি চিত্রকর্ম
গ. একটি বিখ্যাত ভাস্কর্য
ঘ. অস্কার বিজয়ী ফিল্ম
উত্তরঃ
 
22. প্রাচীন পুন্ড্রনগর কোথায়?
ক. ময়নামতি
খ. বিক্রমপুর
গ. মহাস্থানগড়
ঘ. পাহাড়পুর
উত্তরঃ
 
23. বাংলাদেশের সোর্ড অব অনার পুরস্কারপ্রাপ্ত প্রথম নারী কে?
ক. মারজিয়া ইসলাম
খ. রাজিয়া সুলতানা
গ. তারামন বিবি
ঘ. রহিমা বেগম
উত্তরঃ
 
24. নিম্নলিখিত কোন আঞ্চলিক বা আর্ন্তজাতিক প্রতিষ্ঠানটির সদর দপ্তর ঢাকায় অবস্থিত?
ক. APEC
খ. ADB
গ. SAARC
ঘ. CIRDAP
উত্তরঃ
 
25. “দারফুর” হলো---
ক. ইরাকের একটি শহরের নাম
খ. ইরানের একটি শহরের নাম
গ. সুদানের একটি অঞ্চলের নাম
ঘ. আফগানিস্তানের একটি অঞ্চলের নাম
উত্তরঃ
 

26. রেল ইঞ্জিনের আবিষ্কারক কে?
ক. স্টিফেনসন
খ. এডিসন
গ. জেমস ওয়াট
ঘ. মোর্স
উত্তরঃ
 
27. “Adam's Peak” তীর্থস্থানটি কোথায় অবস্থিত?
ক. শ্রীলংকায়
খ. ভারতে
গ. ইন্দোনেশিয়ায়
ঘ. ভিয়েতনামে
উত্তরঃ
 
28. বরফ সাদা দেখায় কারণ--
ক. বরফ এমনিতেই সাদা
খ. আলোর বেগুনি রশ্মি শোষণ করে
গ. আলোর লাল ও হলুদ রশ্মি শোষণ করে
ঘ. আলোর সব রশ্মিই প্রতিফলন করে
উত্তরঃ
 
29. গোধুলির কারণ কি?
ক. আলোর প্রতিফলন
খ. আলোর বিক্ষেপণ
গ. আলোর প্রতিসরণ
ঘ. কোনোটিই নয়
উত্তরঃ
 
30. “সৌরকোষে” ব্যবহৃত হয়---
ক. ফসফরাস
খ. সিলিকন
গ. ক্যাডমিয়াম
ঘ. এলুমিনিয়াম ফয়েল
উত্তরঃ
 

   
       

Self Test For This Page

Self Test For Whole Exam Question