Learn and Examine Yourself

প্রাইমারি পরীক্ষা


প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা (২০১৪) :: পরীক্ষার তারিখঃ- গামা- ১৮.০৪.২০১৪
 
11. “জগতে কীর্তিমান হও সাধনায়”--বাক্যে “সাধনায়” শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
ক. কর্তায় ৭মী
খ. কর্মে ২য়
গ. অধিকরণে ৭মী
ঘ. করণে ৭মী
উত্তরঃ
 
12. কোনটি “নিরাময়” শব্দের সন্ধি বিচ্ছেদ?
ক. নিরা + ময়
খ. নিঃ + আময়
গ. নির + ময়
ঘ. নিঃ + ময়
উত্তরঃ
 
13. “সাহচর্য” শব্দের শুদ্ধ গঠন কোনটি?
ক. সাহ+চর+র্য
খ. সহচর+য-ফলা
গ. সহচর + য
ঘ. কোনোটিই নয়
উত্তরঃ
 
14. “সাক্ষী গোপাল” এর অর্থ কী?
ক. নিষ্ক্রিয় দর্শক
খ. কর্তব্যবিমুখ
গ. সক্রিয় দর্শক
ঘ. কর্তব্যপরায়ণ
উত্তরঃ
 
15. “বড়র পীরিতি বালির বাঁধ” বাগধারাটির সঠিক অর্থ---
ক. কোন বাধ্যবাধকতা নেই
খ. একতরফা
গ. চাপের মুখের ভেঙ্গে যায়
ঘ. ভঙ্গুর
উত্তরঃ
 

16. “সবুজপত্র” কি?
ক. নাটক
খ. উপন্যাস
গ. সাময়িকপত্র
ঘ. গদ্য সংকলন
উত্তরঃ
 
17. “কিরণ” এর সমার্থক শব্দ নয়-----
ক. রশ্মি
খ. রবি
গ. কর
ঘ. প্রভা
উত্তরঃ
 
18. সমাসবদ্ধ পদের পরবর্তী অংশকে কি বলা হয়?
ক. উত্তর পদ ও পর পদ
খ. পর পদ
গ. দক্ষিণ পদ
ঘ. পূর্ব পদ
উত্তরঃ
 
19. “ভবদহ” বিল কোথায় অবস্থিত?
ক. যশোরে
খ. ফরিদপুরে
গ. জামালপুরে
ঘ. পটুয়াখালীতে
উত্তরঃ
 
20. স্বাধীনতা যুদ্ধের প্রতীক হিসেবে পরিচিত ভাস্কর্য “অঙ্গীকার” এর অবস্থান কোথায়?
ক. মেহেরপুর
খ. জয়দেবপুর
গ. চাঁদপুর
ঘ. রংপুর
উত্তরঃ
 

   
       

Self Test For This Page

Self Test For Whole Exam Question