Learn and Examine Yourself

প্রাইমারি পরীক্ষা


প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা (২০১৪) :: পরীক্ষার তারিখঃ- গামা- ১৮.০৪.২০১৪
 
1. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের “কৃষ্ণকান্তের উইল” উপন্যাসের প্রধানদুটি চরিত্রের নাম---
ক. গোবিন্দলাল ও রোহিনী
খ. সুরেশ ও অচলা
গ. মধুসূনদ ও কুমুদিনি
ঘ. নগেন্দ্রনাথ ও কুন্দনন্দিনী
উত্তরঃ
 
2. “ইসলামের ইতিহাস ও ঐতিহ্য” কোন কাব্যের উপজীব্য?
ক. দিলরুবা-আব্দুল কাদির
খ. সাত সাগরের মাঝি-ফররুখ আহমদ
গ. নুরনামা-আব্দুল হাকিম
ঘ. কোনোটিই নয়
উত্তরঃ
 
3. “কাশবনের কন্যা” কোন জাতীয় রচনা?
ক. নাটক
খ. কাব্য
গ. ছোটগল্প
ঘ. উপন্যাস
উত্তরঃ
 
4. বাংলা ভাষায় প্রথম সাময়িকপত্র কোনটি?
ক. দিকদর্শন
খ. বঙ্গদর্শন
গ. তত্ত্ববোধিনী
ঘ. সংবাদ প্রভাকর
উত্তরঃ
 
5. কোন বানানটি শুদ্ধ?
ক. আভ্যন্তরীণ
খ. আভ্যন্তরীন
গ. অভ্যন্তরীণ
ঘ. অভ্যন্তরীন
উত্তরঃ
 

6. সঠিক বানান কোনটি?
ক. দধিচী
খ. দধীচি
গ. দধিচি
ঘ. দধীচী
উত্তরঃ
 
7. “রাত্রির শেষ ভাগ” এক কথায়--
ক. পররাত্র
খ. মহানিশা
গ. যামিনী
ঘ. রাত্রিশেষ
উত্তরঃ
 
8. সমাসের রীতি কোন ভাষা থেকে আগত?
ক. আরবি
খ. সংস্কৃত
গ. ফারসি
ঘ. ইংরেজি
উত্তরঃ
 
9. নীল যে অম্বর = নীলাম্বর - কোন সমাস?
ক. বহুব্রীহি
খ. তৎপুরুষ
গ. কর্মধারয়
ঘ. অব্যয়ীভাব
উত্তরঃ
 
10. “তিনি ব্যকরণে পন্ডিত” -বাক্যে “ব্যকরণে” শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
ক. অধিকরণে ৭মী
খ. কর্মে ৭মী
গ. করণে ৭মী
ঘ. অপাদানে ৭মী
উত্তরঃ
 

   
       

Self Test For This Page

Self Test For Whole Exam Question