Learn and Examine Yourself

প্রাইমারি পরীক্ষা


প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা (২০১৫) :: পরীক্ষার তারিখঃ- ৩০.১০.২০১৫
 
71. ”আফতাব” শব্দের সমার্থ কোনটি?
ক. জলধি
খ. অর্ণব
গ. রাতুল
ঘ. অর্ক
উত্তরঃ
 
72. "মহা পৃথিবী" কাব্যগ্রন্থ কার লেখা?
ক. ফররুখ আহমদ
খ. জীবনানন্দ দাশ
গ. গোলাম মোস্তফা
ঘ. জসীমউদ্‌দীন
উত্তরঃ
 
73. FIFA প্রতিষ্ঠিত হয় কবে?
ক. ১৯০৪
খ. ১৯০৫
গ. ১৯২৪
ঘ. ১৯১৪
উত্তরঃ
 
74. ”জীবনতরী” কি?
ক. কাব্যগ্রন্থ
খ. ভাসমান হাসপাতাল
গ. সিনেমা
ঘ. সংগঠন
উত্তরঃ
 
75. গুণহীনে ত্যাগ কর। -বাক্যে ”গুণহীনে” কোন কারকে কোন বিভক্তি?
ক. কর্মে ৭মী
খ. অধিকরণে ৭মী
গ. সম্প্রদানে ৭মী
ঘ. অপাদানে ৭মী
উত্তরঃ
 

76. "উচাটন"-এর বিপরীতার্থক শব্দ কোনটি?
ক. ঊর্ধ্বটান
খ. উঁচুনিচু
গ. প্রশান্ত
ঘ. উত্তাল
উত্তরঃ
 
77. জুলিও কুরী একজন বিশ্ববিখ্যাত--
ক. শিল্পী
খ. সাহিত্যিক
গ. কবি
ঘ. বৈজ্ঞানিক
উত্তরঃ
 
78. কোনটি সন্ধিজাত শব্দ?
ক. উন্মনা
খ. দখিনা হাওয়া
গ. মিনতি
ঘ. ফাল্গুন
উত্তরঃ
 
79. ক, খ ও গ একত্রে ব্যবসা করে ১২০০ টাকা লাভ করে। যদি ক, খ ও গ এর মূলধনের অনুপাত ৩ : ৪ : ৮ হয় তবে 'ক' কত লভ্যাংশ পাবে?
ক. ২৪০
খ. ২৩০
গ. ২৫০
ঘ. ২২০
উত্তরঃ
 
80. Which one is correct form of "Who gave you this pen"?
ক. By whom have you been given this pen?
খ. By whom were you got this pen?
গ. By whom were you given this pen?
ঘ. By whom was you given this pen?
উত্তরঃ
 

   
       

Self Test For This Page

Self Test For Whole Exam Question