Learn and Examine Yourself

প্রাইমারি পরীক্ষা


প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা (২০১৫) :: পরীক্ষার তারিখঃ- ১৬.১০.২০১৫
 
71. a/b=4a, 2b=12 হলে a এর মান কত?
ক.
খ. ১২
গ. ১৬
ঘ.
উত্তরঃ
 
72. যদি a : b= 3 : 2 এবং b : c = 7 : 6 হয়, তবে c : a = কত?
ক. 2 : 6
খ. 3 : 7
গ. 4 : 7
ঘ. 2 : 7
উত্তরঃ
 
73. একটি ত্রিভুজাকৃতি জমির ভূমি ৭৫ মিটার এবং উচ্চতা ২০ মিটার। প্রতি বর্গমিটারে ২.০০ টাকা হিসেবে ঘস লাগাতে কত খরচ হবে?
ক. ১২৫০ টাকা
খ. ১৫০০ টাকা
গ. ১৪০০ টাকা
ঘ. ১৬০০ টাকা
উত্তরঃ
 
74. "বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর" কোন মন্ত্রনালয়ের অধীন?
ক. কোনটিই নয়
খ. বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রাণালয়
গ. ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়
ঘ. প্রধানমন্ত্রীর কার্যালয়
উত্তরঃ
 
75. একটি ফুটবলের ব্যাস ১০ ইঞ্চি হলে ফুটবলের আয়তন কত?
ক. ৩১.৪১৬ বর্গ ইঞ্চি
খ. ৭৮.৫৪ ইঞ্চি
গ. ৫২৩.৬০ ঘন ইঞ্চি
ঘ. ৩১৪.১৬ ঘন ইঞ্চি
উত্তরঃ
 

76. কোন শহরের উপনাম “বিগ আপেল”?
ক. মস্কো
খ. নিউইয়র্ক
গ. ক্যানবেরা
ঘ. ওটোয়া
উত্তরঃ
 
77. সম্প্রতি কোন দিনটিকে “মুক্তিযোদ্ধা দিবস” ঘোষণা করা হয়েছে?
ক. ১ ডিসেম্বর
খ. ৭ মার্চ
গ. ২৬ মার্চ
ঘ. ২৪ নভেম্বর
উত্তরঃ
 
78. ASCII -এর পূর্ণ নাম ---
ক. American Stable Code for Institutional Interchange
খ. American Standard Case for Institional Interchange
গ. American Standard Code for Information Interchange
ঘ. American Standard code for Interchange Information
উত্তরঃ
 
79. He requested the he might be allowed to come in. Which of the following is the correct direct speech?
ক. He asked,"Let me allow to come in."
খ. He said, "May I come in."
গ. He said,"Let me to come in."
ঘ. He requested me,"Let him allowed to come in."
উত্তরঃ
 
80. "পঞ্চম স্বর"-এর অর্থ কী?
ক. কোকিলের সুরলহরী
খ. পল্লব
গ. পায়ের পাতা
ঘ. দেবতার আরাধনা
উত্তরঃ
 

   
       

Self Test For This Page

Self Test For Whole Exam Question