Learn and Examine Yourself

প্রাইমারি পরীক্ষা


প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা (২০১৫) :: পরীক্ষার তারিখঃ- ১৬.১০.২০১৫
 
61. Identify the correct passive form of "He is going to open a shop".
ক. He is being gone to open a shop
খ. A shop is being gone opened by him
গ. A shop is going to be opened by him
ঘ. A shop will be opened by him
উত্তরঃ
 
62. ৯ জন শ্রমিক ৭২০ টাকা আয় করে ৪ দিনে, ১২জন শ্রমিক ঐ পরিমাণ টাকা আয় করবে কতদিনে?
ক. ৪ দিন
খ. ৬ দিন
গ. ৫ দিন
ঘ. ৩ দিন
উত্তরঃ
 
63. Choose the correct passive voice : His behaviour worried us.
ক. We are worried with his behaviour
খ. We have been worried by his behaviour
গ. We were worried about his behaviour
ঘ. We were worried by his behaviour
উত্তরঃ
 
64. অতিভুজের বিপরীেত থাকে ---
ক. সরলকোণ
খ. সমকোণ
গ. সূক্ষ্মকোণ
ঘ. স্থুলকোণ
উত্তরঃ
 
65. Fill in the blanks : his illness is a mere pretext -------- his absence.
ক. of
খ. to
গ. For
ঘ. in
উত্তরঃ
 

66. একটি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য ৭.৫ ফুট হলে, বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল কত?
ক. ১২.৭২৫ বর্গফুট
খ. ৩৬.৫০ বর্গফুট
গ. ২৮.১২৫ বর্গফুট
ঘ. ৯.৩৭৫ বর্গফুট
উত্তরঃ
 
67. "সন্ধি" ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়?
ক. বাক্য প্রকরণ
খ. রূপতত্ত্ব
গ. পদক্রম
ঘ. ধ্বনিতত্ত্ব
উত্তরঃ
 
68. "The spirit of Islam" বইটির লেখক কে?
ক. সৈয়দ আমীর আলী
খ. হাজী শরীয়তুল্লাহ
গ. মীর মোশররফ হোসেন
ঘ. সৈয়দ মঞ্জুরুল ইসলাম
উত্তরঃ
 
69. বাকু কোন দেশের রাজধানী?
ক. লাটভিয়া
খ. রাশিয়া
গ. আজারবাইজান
ঘ. উজবেকিস্তান
উত্তরঃ
 
70. সঙ্গীত শিল্পী আব্বাসউদ্দিন আহমেদ কত সালে জন্মগ্রহন করেন?
ক. ১৯১০
খ. ১৯১৭
গ. ১৮৮৯
ঘ. ১৯০১
উত্তরঃ
 

   
       

Self Test For This Page

Self Test For Whole Exam Question