Learn and Examine Yourself

প্রাইমারি পরীক্ষা


প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা (২০১৫) :: পরীক্ষার তারিখঃ- ১৬.১০.২০১৫
 
1. কোন সংখ্যার বর্গমূলের সাথে ২০ যোগ করলে ৫-এর বর্গ হবে?
ক. ৩৬
খ. ১৬
গ. ২৫
ঘ. ৪৯
উত্তরঃ
 
2. কোনটি সঠিক?
ক. একাত্তরের দিনগুলি (উপন্যাস)
খ. গোরা (নাট্যগ্রন্থ)
গ. পথের দাবি (উপন্যাস)
ঘ. বিদ্রোহী (কাব্যগ্রন্থ)
উত্তরঃ
 
3. ৪, ৬, ৭ এবং x এর গড় মান ৫.৫ হলে x এর মান কত?
ক. ৭.৫
খ. ৬.৮
গ. ৫.০
ঘ. ৬.৫
উত্তরঃ
 
4. লেজার রশ্মি কে কত সালে আবিষ্কার করেন?
ক. হাইগ্যান, ১৯৬১
খ. বোর, ১৯৬৩
গ. রাদারফোর্ড, ১৯১৯
ঘ. মাইম্যান, ১৯৬০
উত্তরঃ
 
5. “সুরঞ্জনা ওইখানে যেয়নাকো তুমি” -কোন কবি এ কথা বলেছিলেন?
ক. কামিনী রায়
খ. জীবনানন্দ দাশ
গ. বুদ্ধদেব বসু
ঘ. সুকান্ত ভট্টাচার্য
উত্তরঃ
 

6. “মরি মরি! কি সুন্দর প্রভাতের রূপ” -বাক্যে “মরি মরি” কোন শ্রেণির অব্যয়?
ক. অনুকার
খ. সমন্বয়ী
গ. পদান্বয়ী
ঘ. অনন্বয়ী
উত্তরঃ
 
7. The verb "succumb" means...
ক. submit
খ. achieve
গ. conquer
ঘ. win
উত্তরঃ
 
8. CFC কি ক্ষতি করে?
ক. রক্তের অক্সিজেন পরিবহন ক্ষমতা হ্রাস করে
খ. বায়ুর তাপ কমিয়ে দেয়
গ. ওজন স্তর ধ্বংস করে
ঘ. এসিড বৃষ্টিপাত ঘটায়
উত্তরঃ
 
9. Who is the writer of Treasure Island?
ক. Stevenson
খ. Homer
গ. Byron
ঘ. J. Milton
উত্তরঃ
 
10. জাতীয় “ই-তথ্যকোষ” উদ্বোধন করা হয় কবে?
ক. ১০ জানুয়ারী ২০১০
খ. ১৬ ডিসেম্বর ২০১১
গ. ২১ ফেব্রুয়ারী ২০১১
ঘ. ২৭ ফেব্রুয়ারী ২০১১
উত্তরঃ
 

   
       

Self Test For This Page

Self Test For Whole Exam Question