Learn and Examine Yourself

প্রাইমারি পরীক্ষা


প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা(মুক্তিযোদ্ধা কোটা) ২০১৬ :: পরীক্ষার তারিখঃ- ২৯.১০.২০১৬
 
71. “কলসটি কানায় কানায় পূর্ণ” কোন কারকে কোন বিভক্তি?
ক. অপাদানে সপ্তমী
খ. স্থানাধিকরণে সপ্তমী
গ. ভাবাধিকরণে সপ্তমী
ঘ. কালাধিকরণে সপ্তমী
উত্তরঃ
 
72. He writes a letter. In this sentence, "write" is a---
ক. Transitive verb
খ. Intransitive verb
গ. Principal verb
ঘ. Auxiliary verb
উত্তরঃ
 
73. In order to access the world wide web you need---
ক. Internet Explorer
খ. An internet connection, an Internet service provider & Browser
গ. Modem & Browser
ঘ. Nothing
উত্তরঃ
 
74. বৈদ্যুতিক ঘন্টায় বিদ্যুৎ শক্তি কোন প্রকার শক্তিতে রূপান্তরিত হয়?
ক. শব্দ শক্তিতে
খ. আলোক শক্তিতে
গ. তাপ শক্তিতে
ঘ. রাসায়নিক শক্তিতে
উত্তরঃ
 
75. শশব্যস্ত কোন সমাস?
ক. তৎপুরুষ
খ. বহুব্রীহি
গ. কর্মধারয়
ঘ. অব্যয়ীভাব
উত্তরঃ
 

76. The plural form of "Nucleus" is----
ক. Nucleausy
খ. Nuclei
গ. Nucleis
ঘ. Nucleuses
উত্তরঃ
 
77. She said, " Let me come in." Which of the following is correct indirect form?
ক. She requested that she may be allowed to come in
খ. She requested that she might come in
গ. She said that she come in
ঘ. She requested that she may come in
উত্তরঃ
 
78. ১০টি সংখ্যার যোগফল ৪০০।তাদের প্রথম ৬টির গড় ৪০ এবং শেষ ৬টির গড় ৩০।ষষ্ঠ সংখ্যাটি কত?
ক. ২০
খ. ৪০
গ. কোনোটিই নয়
ঘ. ৩০
উত্তরঃ
 
79. মাইক্রোনেশিয়া এর অবস্থান হলো--
ক. পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে
খ. এশিয়া ও আফ্রিকার মাঝে
গ. আটলান্টিকের পূর্বে
ঘ. এশিয়া ও ইউরোপের মাঝে
উত্তরঃ
 
80. A rolling stone gathers no moss. Here "rolling" is?
ক. Praticiple
খ. Adjective
গ. Gerund
ঘ. Verbal Noun
উত্তরঃ
 

   
       

Self Test For This Page

Self Test For Whole Exam Question