Learn and Examine Yourself

প্রাইমারি পরীক্ষা


প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা(মুক্তিযোদ্ধা কোটা) ২০১৬ :: পরীক্ষার তারিখঃ- ২৯.১০.২০১৬
 
61. একটি গাড়ী ৩৬০০০ টাকায় বিক্রয় করায় ২০% ক্ষতি হলো। কত টাকায় বিক্রয় করলে ১৬% লাভ হতো?
ক. ৫০০০০
খ. ৫৫০০০
গ. ৫২২০০
ঘ. ৫৩০০০
উত্তরঃ
 
62. (x+3)(x-3)কে x2-6 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত?
ক. -3
খ. -6
গ. 6
ঘ. 3
উত্তরঃ
 
63. বাংলা ভাষার মধ্যযুগ--
ক. ১২০১ থেকে ১৫০০ খ্রিস্টাব্দ
খ. ১২০১ থেকে ১৮০০ খ্রিস্টাব্দ
গ. ৬০০ থেকে ১২০০ খ্রিস্টাব্দ
ঘ. ৮০০ থেকে ১০০০ খ্রিস্টাব্দ
উত্তরঃ
 
64. কম্পিউটারে কোনটি নেই?
ক. দীর্ঘ সময় কাজ করার ক্ষমতা
খ. নির্ভুল কাজ করার ক্ষমতা
গ. স্মৃতি
ঘ. বুদ্ধি
উত্তরঃ
 
65. ০.৯৬২৩-৩১= কত?
ক. -৩০.০৩৭৭
খ. -২৯.০৩৭৭
গ. -৩২.৮২৪৬
ঘ. -৩১.০৩৭৭
উত্তরঃ
 

66. Choose the word correctly spelt.
ক. Sovereignty
খ. Soverigntly
গ. Sovereiginity
ঘ. Soverinty
উত্তরঃ
 
67. তিন ভাইয়ের বয়সের গড় ১৬ বছর। পিতাসহ ৩ ভাইয়ের বয়সের গড় ২৫ বছর হলে, পিতার বয়স কত?
ক. ৪৫
খ. ৪২
গ. ৫২
ঘ. ৪১
উত্তরঃ
 
68. মুক্তিযুদ্ধের আত্মসমর্পণের দলিল কোথায় স্বাক্ষরিত হয়?
ক. সোহরাওয়ার্দী উদ্যান
খ. শিশুপার্ক
গ. লালদিঘী ময়দান
ঘ. রমনা পার্ক
উত্তরঃ
 
69. নিচের কোনটি সঠিক?
ক. sin 1°<sin 179°
খ. sin 1°=sin 179°
গ. sin 1°=sin 180°
ঘ. sin 1°<sin 180°
উত্তরঃ
 
70. একটি সংখ্যা ৬৫০ থেকে যত বড় ৮২০ হতে তত ছোট। সংখ্যাটি কত?
ক. ৭৩৫
খ. ৮০০
গ. ৭৮০
ঘ. ৭৩০
উত্তরঃ
 

   
       

Self Test For This Page

Self Test For Whole Exam Question