Learn and Examine Yourself

প্রাইমারি পরীক্ষা


প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা(মুক্তিযোদ্ধা কোটা) ২০১৬ :: পরীক্ষার তারিখঃ- ২৯.১০.২০১৬
 
31. Pragmatic শব্দের অর্থ-
ক. অগ্রবর্তী
খ. বাস্তবধর্মী
গ. অবাস্তব
ঘ. অসাধারণ
উত্তরঃ
 
32. Choose the correct options. The Government has extended a warm welcome ----the visiting delegation
ক. to
খ. with
গ. through
ঘ. for
উত্তরঃ
 
33. রাজর্ষি এর ব্যাসব্যাক্য কোনটি?
ক. যিনি ঋষি তিনিই রাজা
খ. যিনি রাজা তিনি ঋষি
গ. যিনি ঋষি তিনি রাজা
ঘ. যিনি রাজা তিনিই ঋষি
উত্তরঃ
 
34. কোনটি খাঁটি বাংলা উপসর্গ?
ক. অজ
খ. ফি
গ. অতি
ঘ. খাস
উত্তরঃ
 
35. ৯৯৯৯৯ এর সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল ২,৩,৪,৫ এবং ৬ দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে?
ক. ৩৩
খ. ২১
গ. ৩৩
ঘ. ২৯
উত্তরঃ
 

36. Identify the correct sentence:
ক. He was working hard to standing first
খ. He is working hardly to stand first
গ. He is working hard to stand first
ঘ. He works hard to standing first
উত্তরঃ
 
37. x-1x=1  হলে x3-1x3  এর মান কত?
ক. 4
খ. 6
গ. 8
ঘ. 2
উত্তরঃ
 
38. শতকরা ৫ টাকা হার সুদের ১২০ টাকা ৩ বছরে সুদ-আসলে কত হয়?
ক. ১৩৮ টাকা
খ. ১৩৭.৫০ টাকা
গ. ১৪৮ টাকা
ঘ. ১৩৫ টাকা
উত্তরঃ
 
39. বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি কে?
ক. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
খ. এএইচ এম কামারুজ্জামান
গ. তাজউদ্দীন আহমদ
ঘ. সৈয়দ নজরুল ইসলাম
উত্তরঃ
 
40. ২০১৬ সালে সাহিত্যে নোবেল পুরস্কার কে পেয়েছেন?
ক. বব ডিলন
খ. অমর্ত্য সেন
গ. মিলান কুন্ডেরা
ঘ. হারুকি মুরা কামি
উত্তরঃ
 

   
       

Self Test For This Page

Self Test For Whole Exam Question