Learn and Examine Yourself

বিসিএস পরীক্ষা


৩৯তম বিসিএস (স্বাস্থ্য ক্যাডার)
 
41. দুইটি সংখ্যার অনুপাত 7: 5 এবং তাদের ল.সা.গু 140 হলে সংখ্যা দুইটির গ.সা.গু কত?
ক. 4
খ. 12
গ. 6
ঘ. 9
উত্তরঃ
 
42. 2x2+5x+3<0 এর সমাধান কোনটি?
ক. -32<x<-1 
খ.  -32<x<1
গ.    -32x1 
ঘ.  -32<x1
উত্তরঃ
 
43. মেসোপটেমীয় সভ্যতা গড়ে উঠেছিল কোথায়?
ক. হোয়াংহো নদীর তীরে
খ. ইয়াংসিকিয়াং নদীর তীরে
গ. নীলনদের তীরে
ঘ. ট্রাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর তীরে
উত্তরঃ
 
44. একজন লোক A অবস্থান থেকে হেঁটে ডান দিকে ১০ ফুট, অত:পর বামদিকে ২০ ফুট , তারপর বামদিকে ২০ ফুট এবং সবশেষে বামদিকে ২০ ফুট গিয়ে B অবস্থানে পৌঁছাল। A ও B এর মধ্যকার দূরত্ব কত ফুট?
ক. ৩০ ফুট
খ. ৪০ ফুট
গ. ১০ ফুট
ঘ. ২০ ফুট
উত্তরঃ
 
45. বাংলাদেশের প্রধান বিচারপতি নিয়োগ দেন কে?
ক. রাষ্ট্রপতি
খ. জাতীয় সংসদ
গ. প্রধানমন্ত্রী
ঘ. স্পীকার
উত্তরঃ
 

46. " সরল " শব্দের বিপরীতার্থক নয় নিচের কোনটি?
ক. বক্র
খ. গরল
গ. কুটিল
ঘ. জটিল
উত্তরঃ
 
47. নিচের কোনটি মৌলিক সংখ্যা?
ক. ৪৭
খ. ৮৭
গ. ৯১
ঘ. ১৪৩
উত্তরঃ
 
48. বাইজেনটাইন সাম্রাজ্যের রাজধানী ছিল কোন নগরী ?
ক. লিসবন
খ. কনস্টান্টিনোপল
গ. প্যারিস
ঘ. ভিয়েনা
উত্তরঃ
 
49. when we want to mean a government by the richest class we use the term __
ক. Oligarchy
খ. Plutocracy
গ. Cryptocracy
ঘ. Aristocracy
উত্তরঃ
 
50. ফলকেটিং কোন দেশের আইন সভা?
ক. ডেনমার্ক
খ. বেলজিয়াম
গ. নরওয়ে
ঘ. ফিনল্যান্ড
উত্তরঃ
 

   
       

Self Test For This Page

Self Test For Whole Exam Question