Learn and Examine Yourself

বিসিএস পরীক্ষা


৩৯তম বিসিএস (স্বাস্থ্য ক্যাডার)
 
21. C ricket is a kind of play. It is also a kind of----
ক. Insect
খ. Food
গ. Bird
ঘ. Flower
উত্তরঃ
 
22. বাংলাদেশের ২০১৮-১৯ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে বার্ষিক উন্নয়ন কর্মসূচির জন্য কত বরাদ্দ আছে?
ক. ১,৭২,০০০ কোটি টাকা
খ. ১,৭৩,০০০ কোটি টাকা
গ. ১,৭০,০০০ কোটি টাকা
ঘ. ১,৭১, ০০০ কোটি টাকা
উত্তরঃ
 
23. বিখ্যাত " ওয়াশিংটন কনসেনসাস " কোন বিষয়ের সঙ্গে জড়িত ?
ক. আন্তর্জাতিক অভিবাসন নীতি
খ. নয়া উদারতাবাদী অর্থনৈতিক নীতি বাস্তবায়ন
গ. অস্ত্র নিয়ন্ত্রণ
ঘ. আন্তর্জাতিক সন্ত্রাসবাদ দমন
উত্তরঃ
 
24. নিচের কোনটি যৌগিক কালের উদাহরণ নয়?
ক. করছিলাম
খ. করেছি
গ. করছি
ঘ. করব
উত্তরঃ
 
25. মুক্তিযুদ্ধের সময় নৌ-কমান্ড গঠিত হয় কোন সেক্টর নিয়ে?
ক. ১০ নং সেক্টর
খ. ১১ নং সেক্টর
গ. ৮ নং সেক্টর
ঘ. ৯ নং সেক্টর
উত্তরঃ
 

26. জীবনানন্দ দাশকে " নির্জনতম কবি " বলে আখ্যায়িত করেন কে?
ক. বিষ্ণু দে
খ. বুদ্ধদেব বসু
গ. রবীন্দ্রনাথ ঠাকুর
ঘ. সৈয়দ শামসুল হক
উত্তরঃ
 
27. পলাশির যুদ্ধ কবে সংঘটিত হয়েছিল?
ক. জুন ২২, ১৭৫৭
খ. জুন ২৪, ১৭৫৭
গ. জুন ২৩, ১৭৫৭
ঘ. জুন ২৫, ১৭৫৭
উত্তরঃ
 
28. "তাম্বুলিক " শব্দের সমার্থক নয় কোনটি?
ক. তামসিক
খ. বারুই
গ. পান-ব্যবসায়ী
ঘ. পর্ণকার
উত্তরঃ
 
29. যুক্তরাষ্ট্রে রপ্তানি বাণিজ্যের বৃহত্তম বাজার কোথায়?
ক. ইইউ
খ. ভারত
গ. কানাডা
ঘ. চীন
উত্তরঃ
 
30. আধুনিক রাষ্ট্রব্যবস্থা উদ্ভবের সময়কাল কোনটি?
ক. প্রাচীন গ্রীস সময়কাল
খ. প্রথম বিশ্বযুদ্ধ পরবর্তীকাল
গ. ১৬০০-১৮০০ সাল
ঘ. প্রাচীন রোম শাসনকাল
উত্তরঃ
 

   
       

Self Test For This Page

Self Test For Whole Exam Question