Learn and Examine Yourself

বিসিএস পরীক্ষা


৩৮তম বিসিএস
 
81. বাংলাদেশের অন্যতম বিশেষায়িত ব্যাংক---
ক. বাংলাদেশ কৃষি ব্যাংক
খ. সোনালী ব্যাংক
গ. অগ্রণী ব্যাংক
ঘ. রূপালী ব্যাংক
উত্তরঃ
 
82. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের কোন ধারায় সকল নাগরিককে আইনের দৃষ্টিতে সমতার কথা বলা হয়েছে?
ক. ধারা ২৬
খ. ধারা ২৭
গ. ধারা ২৯
ঘ. ধারা ৩১
উত্তরঃ
 
83. বাংলাদেশ ইকোনমিক রিভিউ, ২০১৬ অনুসারে বাংলাদেশের শিশু মৃত্যুর হার ( প্রতি হাজারে জীবিত জন্মে)
ক. ২৫
খ. ২৭
গ. ২৯
ঘ. ৩০
উত্তরঃ
 
84. ৭ম পঞ্চবার্ষিকী পরিকল্পনা মেয়াদে প্রতিবছর বাংলাদেশের গড় প্রকৃত জিডিপি প্রবৃদ্ধি অর্জনের লক্ষমাত্রা--
ক. ৭.০০ %
খ. ৭.১২ %
গ. ৭.৩০ %
ঘ. ৭.৪০ %
উত্তরঃ
 
85. ২০১৫-১৬ অর্থবছরে বাংলাদেশের গড় মূল্যস্ফীতি ছিল -
ক. ৫.৯২%
খ. ৬.০%
গ. ৬.৪১%
ঘ. ৬.৪৩%
উত্তরঃ
 

86. বাংলাদেশের বিদ্যুৎ উৎপাদনে জ্বালানি হিসেবে সর্বাধিক ব্যবহৃত হয় --
ক. ফার্নেস অয়েল
খ. কয়লা
গ. প্রাকৃতিক গ্যাস
ঘ. ডিজেল
উত্তরঃ
 
87. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধান মতে প্রধান নির্বাচন কমিশনারের নিয়োগের মেয়াদকাল---
ক. ৩ বছর
খ. ৪ বছর
গ. ৫ বছর
ঘ. ৬ বছর
উত্তরঃ
 
88. দেশের কোন এলাকাতেই ভোটার হননি এমন ব্যক্তি সংসদ নির্বাচনে--
ক. নির্বাচন কমিশনের অনুমতিক্রমে প্রার্থী হতে পারেন
খ. আইন মন্ত্রণালয়ের অনুমতিক্রমে প্রার্থী হতে পারেন
গ. সংশ্লিষ্ট দলীয় কর্তৃপক্ষের অনুমতিক্রমে প্রার্থী হতে পারেন
ঘ. কোনোভাবেই প্রার্থী হতে পারবেন না
উত্তরঃ
 
89. কোনটি স্থানীয় সরকার নয়
ক. পৌরসভা
খ. পল্লী বিদ্যুৎ
গ. সিটি কর্পোরেশন
ঘ. উপজেলা পরিষদ
উত্তরঃ
 
90. আইন প্রণয়নের ক্ষমতা -
ক. আইন মন্ত্রণালয়ের
খ. রাষ্ট্রপতি
গ. স্পীকারের
ঘ. জাতীয় সংসদের
উত্তরঃ
 

   
       

Self Test For This Page

Self Test For Whole Exam Question