Learn and Examine Yourself

বিসিএস পরীক্ষা


৩৮তম বিসিএস
 
191. গোল্ডেন মিন (Golden Mean) হল- --
ক. সমস্ত সম্ভাব্য কর্মের গড়
খ. দুটি চরম পন্থার মধ্যবর্তী অবস্থা
গ. ত্রিভুজের দুটি বাহন ভূ-কেন্দ্রিক সম্পর্ক
ঘ. একটি প্রাচীন দার্শনিক ধাড়াড় নাম
উত্তরঃ
 
192. কোন বছর ইউ এন ডি পি ( UNDP ) সুশাসনের সংজ্ঞা প্রবর্তন করে?
ক. ১৯৯৫
খ. ১৯৯৭
গ. ১৯৯৮
ঘ. ১৯৯৯
উত্তরঃ
 
193. শূন্যবাদ যে ল্যাটিন শব্দ থেকে উদ্ভূত তার অর্থ---
ক. সব
খ. কিছুই না
গ. সর্বজনীন
ঘ. কিছুই
উত্তরঃ
 
194. ব্যক্তি সহনশীলতার শিক্ষা লাভ করে -
ক. সুশাসনের শিক্ষা থেকে
খ. মূল্যবোধের শিক্ষা থেকে
গ. আইনের শিক্ষা থেকে
ঘ. কর্তব্যবোধ থেকে
উত্তরঃ
 
195. সুশাসনের কোন নীতি সংগঠনের স্বাধীনতাকে নিশ্চিত করে?
ক. অংশ গ্রহণ
খ. জবাবদিহিতা
গ. স্বচ্ছতা
ঘ. সাম্য ও সমতা
উত্তরঃ
 

196. নিচের কোন রিপোর্টে বিশ্বব্যাংক সুশাসনের সংজ্ঞা প্রদান করেছে?
ক. শাসন প্রক্রিয়া এবং মানব উন্নয়ন
খ. শাসন প্রক্রিয়া এবং সুশাসন
গ. শাসন প্রক্রিয়া এবং নৈতিক শাসন প্রক্রিয়া
ঘ. শাসন প্রক্রিয়া এবং উন্নয়ন
উত্তরঃ
 
197. নিচের কোনটি সুশাসনের উপাদান নয়?-
ক. অংশ গ্রহণ
খ. স্বচ্ছতা
গ. নৈতিক শাসন
ঘ. জবাবদিহিতা
উত্তরঃ
 
198. নিচের কোনটি সংস্কৃতির উপাদান নয়?
ক. আইন
খ. প্রতীক
গ. ভাষা
ঘ. মূল্যবোধ
উত্তরঃ
 
199. জেরেমি বেন্থাম কোন দেশের?-
ক. জার্মানি
খ. ফ্রান্স
গ. মার্কিন যুক্তরাষ্ট্র
ঘ. যুক্তরাজ্য
উত্তরঃ
 
200. মূল্যবোধ পরীক্ষা করে-
ক. ভাল ও মন্দ
খ. ন্যায় ও আন্যায়
গ. নৈতিকতা ও অনৈতিকতা
ঘ. উপরের সবগুলো
উত্তরঃ
 

   
       

Self Test For This Page

Self Test For Whole Exam Question