Learn and Examine Yourself

বিসিএস পরীক্ষা


৩৮তম বিসিএস
 
131. কোন গ্যাসটি 'ড্রাই আইস' তৈরিতে ব্যবহার করা হয়?
ক. অক্সিজেন
খ. কার্বন ডাই-অক্সাইড
গ. সালফার ডাই-অক্সাইড
ঘ. নাইট্রোজেন ডাই-অক্সাইড
উত্তরঃ
 
132. বর্তমানে পরিবেশ বান্ধব কোন গ্যাসটি রেফ্রিজেরাটর কম্প্রেসরে ব্যবহার হয় -
ক. টাইক্লোরোট্রাইফ্লুরো ইথেন
খ. টেট্রাফ্লুরো ইথেন
গ. ডাইক্লোরোডাইফ্লুরো ইথেন
ঘ. আর্গন
উত্তরঃ
 
133. ক্যান্সার চিকিৎসায় যে বিকিরণ ব্যবহার করা হয় তা হল?
ক. আলফা রেস
খ. বিটা রেস
গ. গামা রেস
ঘ. অক্স রেস
উত্তরঃ
 
134. ব্যাকটেরিয়ার কোষে কোনটি উপস্থিত-
ক. প্লাসটিড
খ. মাটোকন্ডিয়া
গ. নিউক্লিওলাস
ঘ. ক্রোমাটিন বস্তু
উত্তরঃ
 
135. মস্তিস্কের ডোপামিন তৈরির কোষ গুলো নষ্ট হলে হয়-
ক. এপিলেপ্সি
খ. পারকিনসন
গ. প্যারালাইসিস
ঘ. থ্রমবোসিন
উত্তরঃ
 

136. নিচের কোন উদ্ভিদ কেবল ম্যানগ্রোভ বনাঞ্চলে দেখা যায়?
ক. খেজুর পাম
খ. সাগু পাম
গ. নিপা পাম
ঘ. তাল পাম
উত্তরঃ
 
137. বায়ুমণ্ডলের কোন স্তরে বজ্রপাত ঘটে?
ক. ট্রপোমণ্ডল
খ. স্ট্রাটোমণ্ডল
গ. মেসোমণ্ডল
ঘ. তাপমণ্ডল
উত্তরঃ
 
138. পৃথিবীর বারিমণ্ডলের জলরাশির শতকরা কত ভাগ জল ভুগর্ভে ধারণ করে ?
ক. ২.০৫%
খ. ০.৬৮%
গ. ০.০১%
ঘ. ০.০০১%
উত্তরঃ
 
139. বাণিজ্যিকভাবে মৌমাছি পালনকে বলা হয় -
ক. পিসিকালচার
খ. এপিকালচার
গ. মেরিকালচার
ঘ. সেরিকালচার
উত্তরঃ
 
140. মায়ের রক্তে হেপাটাইটিস -বি ( Hepatitis-B ) ভাইরাস থাকলে নবজাতকের স্বাস্থ্য ঝুঁকি ব্যবস্থাপনা কি হওয়া উচিত?
ক. ৩০ দিনের মধ্যে ভ্যাকসিন দিতে হবে
খ. ৭ দিন ইনকিউবেটরে রাখতে হবে
গ. জন্মের ১২ দিনের মধ্যে ভ্যাকসিন এবং HBIG শটদিতে হবে
ঘ. জন্মের ১ মাস পর কেবল মাত্র ( HBIG ) শটদিতে হবে
উত্তরঃ
 

   
       

Self Test For This Page

Self Test For Whole Exam Question