Learn and Examine Yourself

বিসিএস পরীক্ষা


৩৮তম বিসিএস
 
121. ভূতাত্ত্বিকভাবে বাংলাদেশের সবচেয়ে পুরাতন ভূমিরূপ গঠিত হয়ঃ
ক. টারশিয়ারি যুগে
খ. প্লাইস্টোসিন যুগে
গ. কোয়াটারনারী যুগে
ঘ. সাম্প্রতিক কালে
উত্তরঃ
 
122. বাংলাদেশের এফ সি ডি আই প্রকল্পের উদ্দেশ্যঃ
ক. বন্যা নিয়ন্ত্রণ
খ. পানি নিষ্কাশন
গ. পানি সেচ
ঘ. উপরের তিনটি (ক, খ ও গ)
উত্তরঃ
 
123. বাংলাদেশের জলবায়ু কী ধরনের? -- ক্রান্তিয় মৌসুমি
ক. ক্রান্তীয় ও উপক্রান্তীয় জলবায়ু
খ. ক্রান্তীয় মৌসুমী জলবায়ু
গ. উপক্রান্তীয় জলবায়ু
ঘ. আর্দ্র ক্রান্তীয় জলবায়ু
উত্তরঃ
 
124. নিচের কোন জেলাতে প্লাইস্তসিন চত্বরভুমি রয়েছে ----
ক. চাঁদপুর
খ. পিরোজপুর
গ. মাদারীপুর
ঘ. গাজীপুর
উত্তরঃ
 
125. আফ্রিকার সাব-সাহারা অঞ্চলকে কী নামে অভিহিত করা হয়?
ক. সাভানা
খ. তুন্দ্রা
গ. প্রেইরি
ঘ. সাহেল
উত্তরঃ
 

126. কোনটি জলবায়ুর উপাদান নয়---
ক. উষ্ণতা
খ. আদ্রতা
গ. সমুদ্র স্রোত
ঘ. বায়ুপ্রবাহ
উত্তরঃ
 
127. নিচের কোন ভৌগলিক এলাকাটি 'রামসার সাইট' হিসাবে স্বীকৃত?
ক. রামসাগর
খ. বগা লেইক (Lake)
গ. টাঙ্গুয়ার হাওর
ঘ. কাপ্তাই হ্রদ
উত্তরঃ
 
128. "পলল পাখা" জাতীয় ভূমিরূপ গড়ে উঠে--
ক. পাহাড়ের পাদদেশে
খ. নদীর নিম্ন অববাহিকায়
গ. নদীর উতপত্তিস্থলে
ঘ. নদীর মোহনায়
উত্তরঃ
 
129. ‘সেন্দাই ফ্রেমওয়ার্ক ২০১৫-২০৩০’ হচ্ছে একটি---
ক. জাপানের উন্নয়ন কৌশল
খ. সুনামী দুর্যোগের ঝুঁকি হ্রাস কৌশল
গ. দুর্যোগের ঝুঁকি হ্রাস কৌশল
ঘ. ভূমিকম্পের ঝুঁকি হ্রাস কৌশল
উত্তরঃ
 
130. কোনটি জলজ আবহাওয়াজনিত (hydro-meteorological) দুর্যোগ নয়?
ক. ভূমিকম্প
খ. নদীভাঙ্গন
গ. ভুমিধস
ঘ. ঘূর্ণিঝড়
উত্তরঃ
 

   
       

Self Test For This Page

Self Test For Whole Exam Question