Learn and Examine Yourself

বিসিএস পরীক্ষা


৩৮তম বিসিএস
 
111. বেল্ট ও রোড ইনিসিয়েটিভ ( বি আর আই ) প্রস্তাব করেছে - -
ক. চিন
খ. জাপান
গ. ভারত
ঘ. আসিয়ান
উত্তরঃ
 
112. জাতিসংঘের সহযোগী সদস্য নয়?
ক. আই. এল. ও
খ. হু ( WHO )
গ. ASEAN ( আসিয়ান )
ঘ. উপরের সবকটি
উত্তরঃ
 
113. সার্কের সদর দপ্তর কোথায় ?
ক. ঢাকা
খ. নয়াদিল্লী
গ. কলম্বো
ঘ. কাঠমাণ্ডু
উত্তরঃ
 
114. ১৯৯৫ সালটিকে কোন সংস্থাটির গোল্ডেন জুবেলি হিসেবে পালিত হচ্ছে ?
ক. UNO
খ. NAM
গ. GATT
ঘ. ASEAN
উত্তরঃ
 
115. নিম্নের কোন কার্যক্রমের সাথে অ্যামেনেস্টি ইন্টারন্যাশন্যাল যুক্ত---
ক. প্রানীদের প্রতি নিষ্ঠুরতা রোধ
খ. পরিবেশ সংরক্ষণ
গ. মানবাধিকার সংরক্ষণ
ঘ. ঐতিহাসিক স্থাপনা সংরক্ষণ
উত্তরঃ
 

116. UNHCR এর সদর দপ্তর কোথায় ?
ক. নিউইয়র্ক
খ. রোম
গ. জেনেভা
ঘ. লন্ডন
উত্তরঃ
 
117. ভারতের সবচেয়ে প্রাচীন রাজনৈতিক দল কোনটি-
ক. ভারতীয় জনতা পার্টি
খ. কম্যুনিস্ট পার্টি
গ. ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস
ঘ. বহুজন সমাজ পার্টি
উত্তরঃ
 
118. "Imperialism, the highest stage of Capitalism" বইটি কার লেখা?
ক. টমাস হবসন
খ. ভি এই লেনিন
গ. কার্ল মার্কস
ঘ. এন্টিনিও গ্রামসি
উত্তরঃ
 
119. প্রাকৃতিক আইনের উদ্ভব হয়-
ক. থমাস হবসন, হুগো, গ্রচিয়াস ও লক এর লেখনী থেকে
খ. ম্যাগনা কার্টা থকে
গ. গ্রীক, খৃষ্টন ও মধ্য যুগীয় ধর্মতত্ব থেকে
ঘ. কনফুসিয়ানিজম থেকে
উত্তরঃ
 
120. ক্রমহ্রাসমান হারে ওজোন স্তর ক্ষয়কারী উপাদান বিলীনের বিষয়টি কোন চুক্তিতে বলা হয়েছে ?
ক. মন্ট্রিল প্রোটোকল
খ. ক্লোরোফ্লোরো কার্বন চুক্তি
গ. IPCC থেকে
ঘ. কোনটিই নয়
উত্তরঃ
 

   
       

Self Test For This Page

Self Test For Whole Exam Question