Learn and Examine Yourself

বিসিএস পরীক্ষা


৩৮তম বিসিএস
 
1. কোন শব্দটি শুদ্ধ বানানে লেখা হয়েছে?
ক. শূন্য
খ. ত্রিভুজ
গ. পূন্য
ঘ. ভূবন
উত্তরঃ
 
2. কোনটিতে অপ্রয়োগ ঘটেছে?
ক. জবাবদিহি
খ. মিথিস্ক্রিয়া
গ. একত্রিত
ঘ. গৌরবিত
উত্তরঃ
 
3. বাংলা ভাষায় ব্যবহৃত মৌলিক স্ব-ধ্বনি কতটি?
ক. ৭টি
খ. ৮টি
গ. ৬টি
ঘ. ১১টি
উত্তরঃ
 
4. 'বাবা' কোন ভাষা থেকে আগত শব্দ?
ক. সংস্কৃত
খ. হিন্দি
গ. অহমীয়া
ঘ. তুর্কি
উত্তরঃ
 
5. Null and Void"-এর বাংলা পরিভাষা কোনটি?
ক. বাতিল
খ. পালাবদল
গ. মামুলি
ঘ. নিরপেক্ষ
উত্তরঃ
 

6. কোনটি শুদ্ধ বানান?
ক. স্বায়ত্তশাসন
খ. স্বায়স্তশাসন
গ. সায়ত্তশাসন
ঘ. সায়ত্তবশাসণ
উত্তরঃ
 
7. 'গিন্নি' কোন শ্রেণির শব্দ?
ক. দেশি
খ. বিদেশি
গ. তদ্ভব
ঘ. অর্ধ-তৎসম শব্দ
উত্তরঃ
 
8. 'শ্রদ্ধা' শব্দের সঠিক প্রকৃতি-প্রত্যয় কোনটি?
ক. শ্রৎ + √ধা + অ + আ
খ. শ্রৎ + √ধা + আ
গ. শ্র + √ধা +আ
ঘ. শ্রু + √ধা +আ
উত্তরঃ
 
9. 'পুষ্পসৌরভ' কোন সমাসের উদাহরণ?
ক. তৎপুরুষ
খ. কর্মধারয়
গ. অব্যয়ীভাব
ঘ. বহুব্রীহি
উত্তরঃ
 
10. 'সূর্য' শব্দের সমার্থক শব্দ কোনটি?
ক. অর্ণব
খ. অর্ক
গ. প্রসূন
ঘ. পল্লব
উত্তরঃ
 

   
       

Self Test For This Page

Self Test For Whole Exam Question