Learn and Examine Yourself

বিসিএস পরীক্ষা


৩৭তম বিসিএস
 
81. ২০১১ সালের আদমশুমারী অনুযায়ী বাংলাদেশে নারী-পুরুষের অনুপাত-
ক. ১০০ : ১০৬
খ. ১০০ : ১০০.৬
গ. ১০০ : ১০০.৩
ঘ. ১০০ : ১০০
উত্তরঃ
 
82. যে বিভাগে স্বাক্ষরতার হার সর্বাধিক বেশি-
ক. ঢাকা বিভাগ
খ. রাজশাহী বিভাগ
গ. রবিশাল বিভাগ
ঘ. খুলনা বিভাগ
উত্তরঃ
 
83. ২০১৫-১৬ অর্থ বছরে অর্জিত বাংলাদেশের অর্জিত অর্থনৈতিক প্রবৃদ্ধির হার -
ক. ৬.৮৫%
খ. ৬.৯৭%
গ. ৭.০০%
ঘ. ৭.০৫%
উত্তরঃ
 
84. বাংলাদেশে তৈরী জাহাজ ‘স্টেলা মেরিস’ রপ্তানি হয়েছে-
ক. ফিনল্যান্ডে
খ. ডেনমার্কে
গ. নরওয়েতে
ঘ. সুইডেনে
উত্তরঃ
 
85. বেনাপোল স্থলবন্দর সংলগ্ন ভারতীয় স্থলবন্দর-
ক. পেট্টাপোল
খ. কৃষ্ণনগড়
গ. ডাউকি
ঘ. মোহাদিপুর
উত্তরঃ
 

86. বাংলাদেশের সরকারি EPZ সংখ্যা -
ক. ৬ টি
খ. ৮ টি
গ. ১০ টি
ঘ. ১২ টি
উত্তরঃ
 
87. বাংলাদেশে সবচেয়ে বেশী রপ্তানী করে -
ক. চীন
খ. ভারত
গ. যুক্তরাজ্য
ঘ. থাইল্যান্ড
উত্তরঃ
 
88. বাংলাদেশে প্রথম মোবাইল ব্যাংকিং শুরু করে-
ক. ব্রাক ব্যাংক
খ. ডাচ-বাংলা ব্যাংক
গ. এবি ব্যাংক
ঘ. সোনালী ব্যাংক
উত্তরঃ
 
89. ট্যারিফ কমিশন কোন মন্ত্রণালয়ের অধীন-
ক. বাণিজ্য মন্ত্রণালয়
খ. অর্থ মন্ত্রণালয়
গ. পরিকল্পনা মন্ত্রণালয়
ঘ. শিল্প মন্ত্রণালয়
উত্তরঃ
 
90. বাংলাদেশের কোন জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্ব চালু হয়?
ক. প্রথম
খ. দ্বিতীয়
গ. সপ্তম
ঘ. অষ্টম
উত্তরঃ
 

   
       

Self Test For This Page

Self Test For Whole Exam Question