Learn and Examine Yourself

বিসিএস পরীক্ষা


৩৭তম বিসিএস
 
71. পূর্ববঙ্গ ও আসাম প্রদেশ গঠনকালে বৃটিশ ভারতের গভর্ণর জেনারেল ও ভাইসর ছিলেন -
ক. লর্ড রিপন
খ. লর্ড কার্জন
গ. লর্ড মিন্টো
ঘ. লর্ড হার্ডিঞ্জ
উত্তরঃ
 
72. ১৯৫৪ সালে পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদ নির্বাচনে যুক্তফ্রন্টের প্রতীক ছিল-
ক. ধানের শীষ
খ. নৌকা
গ. লাঙ্গল
ঘ. বাইসাইকেল
উত্তরঃ
 
73. ঐতিহাসিক ৬-দফাকে কিসের সাথে তুলনা করা হয়?
ক. বিল অব রাইটস
খ. ম্যাগনাকার্টা
গ. পিটিশন অব রাইটস
ঘ. মুখ্য আইন
উত্তরঃ
 
74. বাংলাদেশের প্রথম স্বাধীন নবাব কে?
ক. নবাব সিরাজউদ্দৌলা
খ. মুর্শিদ কুলী খান
গ. ইলিয়াজ শাহ
ঘ. আলাউদ্দিন হুসেন শাহ
উত্তরঃ
 
75. আলুর একটি জাত-
ক. ডায়মন্ড
খ. রূপালী
গ. ড্রামহেড
ঘ. ব্রিশাইল
উত্তরঃ
 

76. বাংলাদেশে সবচেয়ে বেশী উৎপাদিত হয় -
ক. আউশ ধান
খ. আমন ধান
গ. বোরো ধান
ঘ. ইরি ধান
উত্তরঃ
 
77. প্রধান বীজ উৎপাদকারী সরকারি প্রতিষ্ঠান -
ক. BARI
খ. BRRI
গ. BADC
ঘ. BINA
উত্তরঃ
 
78. ২০১১ সালের আদমশুমারী অনুযায়ী Household বাংলাদেশের প্রতি জনসংখ্যা-
ক. ৪.৪ জন
খ. ৫.০ জন
গ. ৫.৪ জন
ঘ. ৫.৫ জন
উত্তরঃ
 
79. সরকারী হিসেব মতে বাংলাদেশী গড় আয়ু-
ক. ৬৫.৪ বছর
খ. ৬৭.৫ বছর
গ. ৭০.৮ বছর
ঘ. ৭৩.৭ বছর
উত্তরঃ
 
80. যে জেলায় হাজংদের বসবাস নেই-
ক. শেরপুর
খ. ময়মনসিংহ
গ. সিলেট
ঘ. নেত্রকোণা
উত্তরঃ
 

   
       

Self Test For This Page

Self Test For Whole Exam Question