Learn and Examine Yourself

বিসিএস পরীক্ষা


৩৭তম বিসিএস
 
191. একজন যোগ্য প্রশাসক ও ব্যবস্থাপকের অত্যাবশকীয় মৌলিক গুণাবলীর মধ্যে শ্রেষ্ঠ গুণ কোনটি?
ক. দায়িত্বশীলতা
খ. নৈতিকতা
গ. দক্ষতা
ঘ. সরলতা
উত্তরঃ
 
192. আমাদের চিরন্তন মূল্যবোধ কোনটি?
ক. সত্য ও ন্যায়
খ. স্বার্থকতা
গ. শঠতা
ঘ. অসহিঞ্চুতা
উত্তরঃ
 
193. রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ কাকে বলা হয়?
ক. রাজনীতি
খ. বুদ্ধিজিবী সম্প্রদায়
গ. সংবাদ মাধ্যম
ঘ. যুবশক্তি
উত্তরঃ
 
194. সরকারি সিদ্ধান্ত প্রণয়নের কোন মূল্যবোধটি গুরুত্বপূর্ণ নয়?
ক. বিশ্বস্ততা
খ. সৃজনশীলতা
গ. নিরপেক্ষতা
ঘ. জবাবদিহিতা
উত্তরঃ
 
195. UNDP সুশাসন নিশ্চিতকরণে কয়টি উপাদান উল্লেখ করেছে?
ক. ৬টি
খ. ৭টি
গ. ৮টি
ঘ. ৯টি
উত্তরঃ
 

196. কোনটি ন্যায়পয়ণতার নৈতিক মূলনীতি নয়?
ক. পুরষ্কার ও শান্তির ক্ষেত্রে সমতার নীতি প্রয়োগ
খ. আইনের শাসন
গ. সুশাসনের জন্য উচ্চ শিক্ষিত কর্মকর্তা নিয়োগ
ঘ. অধিকার ও সুযোগের ক্ষেত্রে সমতার নিশ্চিতকরণ
উত্তরঃ
 
197. সরকারি চাকরিতে সততার মাপকাঠি কি?
ক. যথা সময়ে অফিসে আগমন ও অফিস ত্যাগ করা
খ. দাপ্তরিক কাজে কোন অবৈধ সুবিধা গ্রহণ না করা
গ. নির্মোহ ও নিরপেক্ষ ভাবে অর্পিত দায়িত্ব যথাবিধি সম্পন্ন করা
ঘ. উর্ধ্বতন কর্তৃপক্ষের যে কোন নির্দেশ প্রতিপালন করা
উত্তরঃ
 
198. নৈতিক শক্তির প্রধান উপাদান কি?
ক. সততা ও নিষ্ঠা
খ. কর্তব্যপরয়ণতা
গ. মায়া ও মমতা
ঘ. উদারতা
উত্তরঃ
 
199. “সুশাসন বলতে রাষ্ট্রের সঙ্গে সুশীল সমাজের, সরকারের সঙ্গে শাসিত জনগণের, শাসকের সঙ্গে শাসিতের সম্পর্ক বোঝায়” – উক্তিটি কার?
ক. এরিষ্টটল
খ. জন স্টুয়ার্ট মিল
গ. ম্যাককরনী
ঘ. মেকিয়াভেলি
উত্তরঃ
 
200. জনগণ, রাষ্ট্র ও প্রশাসনের সাথে ঘনিষ্ঠ প্রত্যয় হল-
ক. সুশাসন
খ. আইনের শাসন
গ. রাজনীতি
ঘ. মানবাধিকার
উত্তরঃ
 

   
       

Self Test For This Page

Self Test For Whole Exam Question