Learn and Examine Yourself

বিসিএস পরীক্ষা


৩৭তম বিসিএস
 
11. ‘চর্যাচর্যবিনিশ্চয়’ –এর অর্থ কী?
ক. কোনটি চর্যাগান, আর কোনটি নয়
খ. কোনটি আচরণীয়, আর কোনটি নয়
গ. কোনটি চরাচরের, আর কোনটি নয়
ঘ. কোনটি আচার্যের, আর কোনটি নয়
উত্তরঃ
 
12. ‘গোরক্ষ বিজয়’ কাব্য কোন ধর্মমতের কাহিনী অবলম্বনে লেখা?
ক. শৈবধর্ম
খ. বৌদ্ধ সহজযান
গ. নাথধর্ম
ঘ. কোনটি নয়
উত্তরঃ
 
13. শাক্ত পদাবলির জন্য বিখ্যাত-
ক. রামনিধি গুপ্ত
খ. দাশরথি রায়
গ. এ্যান্টনি ফিরিঙ্গি
ঘ. রামপ্রসাদ সেন
উত্তরঃ
 
14. ‘অলৌকিক ইস্টিমার’ গ্রন্থের রচয়িতা কে?
ক. হুমায়ুন আজাদ
খ. হেলাল হাফিজ
গ. আসাদ চৌধুরী
ঘ. রফিক আজাদ
উত্তরঃ
 
15. “Custom” শব্দের পরিভাষা কোনটি যথার্থ?
ক. আইন
খ. প্রথা
গ. শুল্ক
ঘ. রাজস্বনীতি
উত্তরঃ
 

16. কাজী নজরুল ইসলাম তাঁর কবিতায় ‘কালাপাহাড়’কে স্মরণ করেছেন কেন?
ক. ব্রাহ্মণ্যযুগে নব মুসলিম ছিলেন বলে
খ. ইসলামের গুণকীর্তন করেছিলেন বলে
গ. প্রাচীন বাংলার বিদ্রোহী ছিলেন বলে
ঘ. প্রচলিত ধর্ম ও সংস্কার-বিদ্বেষী ছিলেন বলে
উত্তরঃ
 
17. “প্রদীপ নিবিয়া গেল”! – এ বিখ্যাত বর্ণনা কোন উপন্যাসের?
ক. বঙ্কিমচন্দ্রের ‘বিষবৃক্ষ’
খ. রবীন্দ্রনাথের ‘চোখের বালি’
গ. বঙ্কিমচন্দ্রের ‘কপালকুন্ডলা’
ঘ. রবীন্দ্রনাথের ‘যোগাযোগ’
উত্তরঃ
 
18. “মাতৃভাষায় যাহার ভক্তি নাই সে মানুষ নহে।” – কার উক্তি?
ক. মীর মশাররফ হোসেনের
খ. ইসমাইল হোসেন সিরাজীর
গ. রবীন্দ্রনাথ ঠাকুরের
ঘ. কাজী নজরুল ইসলামের
উত্তরঃ
 
19. বর্গের কোন বর্ণসমূহের ধ্বনি মহাপ্রাণধ্বনি?
ক. তৃতীয় বর্ণ
খ. দ্বিতীয় ও চতুর্থ বর্ণ
গ. প্রথম ও দ্বিতীয় বর্ণ
ঘ. দ্বিতীয় ও তৃতীয় বর্ণ
উত্তরঃ
 
20. ‘কদাকার’ শব্দটি কোন উপসর্গযোগে গঠিত?
ক. দেশি উপসর্গযোগে
খ. বিদেশি উপসর্গযোগে
গ. সংস্কৃত উপসর্গযোগে
ঘ. কোনটি নয়
উত্তরঃ
 

   
       

Self Test For This Page

Self Test For Whole Exam Question