Learn and Examine Yourself

বিসিএস পরীক্ষা


৩৭তম বিসিএস
 
171. একটি আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 15 মি. এবং প্রস্থ 10 মি. হলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত বর্গমিটার?
ক. 35 5
খ. 40 5
গ. 45 5
ঘ. 50 5
উত্তরঃ
 
172. 13 সে.মি. ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের একটি জ্যা-এর দৈর্ঘ্য 24 সে.মি হলে কেন্দ্র থেকে উক্ত জ্যা-এর লম্ব দূরত্ব কত সে.মি.?
ক. 3
খ. 4
গ. 5
ঘ. 6
উত্তরঃ
 
173. A = {x| x ধনাত্মক পূর্ণ সংখ্যা এবং x² < 25}, B = {x| x মৌলিক সংখ্যা এবং x² < 25}, C = {x| x মৌলিক সংখ্যা এবং x² = 25}, হলে, A ∩ B ∩ C = ?
ক. {1,2,3,4}
খ. {2,3,4}
গ. {2,3,4,5}
ঘ.
উত্তরঃ
 
174. 10 টি জিনিসের মধ্যে 2 টি এক জাতীয় এবং বাকীগুলো ভিন্ন ভিন্ন জিনিস। ঐ জিনিসগুলো থেকে প্রতিবারে 5 টি নিয়ে কত প্রকারে বাছাই করা যায়?
ক. 170
খ. 182
গ. 190
ঘ. 192
উত্তরঃ
 
175. একটি থলিতে 6 টি নীল বল, 8 টি সাদা বল এবং 10 টি কালো বল আছে। দৈবভাবে একটি বল তুললে সেটি সাদা না হবার সম্ভাবনা কত?
ক. 23
খ. 13
গ. 34
ঘ. 14
উত্তরঃ
 

176. কোনটি ‘অগ্নি’র সমার্থক নয়-
ক. পাবক
খ. বহ্নি
গ. হুতাশন
ঘ. প্রজ্বলিত
উত্তরঃ
 
177. ভোর বেলায় আপনি রেড়াতে বের হয়েছেন। বের হওয়ার সময় সূর্য আপনার সামনে ছিল। কিছুক্ষণ পরে আপনি বামদিকে ঘুরলেন, কয়েক মিনিট পরে আপনি ডানদিকে ঘুরলেন। এখন আপনার মুখ কোনদিকে?
ক. পূর্ব
খ. পশ্চিম
গ. উত্তর
ঘ. দক্ষিণ
উত্তরঃ
 
178. একটি মোটা ও একটি চিকন হাতলওয়ালা স্ক্র-ড্রাইভার দিয়ে একই মাপের দু’টি স্ক্রকে কাঠবোর্ডের ভিতরে সমান গভীরতায় প্রবেশ করাতে চাইলে কোনটি ঘটবে?
ক. মোটা হাতলের ড্রাইভারকে বেশীবার ঘুরাতে হবে;
খ. চিকন হাতলের ড্রাইভার বেশীবার ঘুরাতে হবে;
গ. দুটি একই সংখ্যকবার ঘুরাতে হবে;
ঘ. কোনটিই নয়;
উত্তরঃ
 
179. ৫-এর কত শতাংশ ৭ হবে-
ক. ৪০
খ. ১২৫
গ. ৯০
ঘ. ১৪০
উত্তরঃ
 
180. ০.৪ × ০.০২ × ০.০৮ = ?
ক. ০.৬৪
খ. ০.০৬৪
গ. .০০০৬৪
ঘ. ৬.৪০
উত্তরঃ
 

   
       

Self Test For This Page

Self Test For Whole Exam Question