Learn and Examine Yourself

বিসিএস পরীক্ষা


৩৭তম বিসিএস
 
151. নীচের কোনটি ইনপুট ডিভাইস?
ক. OMR
খ. COM
গ. Plotter
ঘ. Monitor
উত্তরঃ
 
152. ইউনিকোডের মাধ্যমে সম্ভাব্য কতগুলো চিহ্নকে নির্দিষ্ট করা যায়?
ক. ২৫৬ টি
খ. ৪০৯৬ টি
গ. ৬৫৫৩৬ টি
ঘ. ৪২৯৪৯৬৭২৯৬ টি
উত্তরঃ
 
153. এনড্রয়েড অপারেটিং সিষ্টেমের ক্ষেত্রে নীচের কোনটি সঠিক?
ক. এটির নির্মাতা গুগল
খ. এটি লিনাক্স (Linux) কার্নেল নির্ভর
গ. এটি প্রধানত টাচ স্ক্রিন মোবাইল ডিভাইসের জন্য তৈরী
ঘ. উপরের সবগুলো সঠিক
উত্তরঃ
 
154. আই, ও, এস (IOS) মোবাইল অপারেটিং সিষ্টেমটি কোন প্রতিষ্ঠান বাজারজাত করে?
ক. অ্যাপেল
খ. গুগল
গ. মাইক্রোসফট
ঘ. আই, বি, এম
উত্তরঃ
 
155. EDSAC কম্পিউটার-এ ডাটা সংরক্ষণের জন্য কি ধরনের মেমরী ব্যবহার করতে হতো?
ক. RAM
খ. ROM
গ. Mercury Delay lines
ঘ. Registors
উত্তরঃ
 

156. ই-কমার্স সাইট amazon.com কত সালে প্রতিষ্ঠিত হয়?
ক. ১৯৯০ সালে
খ. ১৯৮৮ সালে
গ. ১৯৯৪ সালে
ঘ. ১৯৯৮ সালে
উত্তরঃ
 
157. ই-মেইল আদান প্রদানে ব্যবহৃত SMTP-এর পূর্ণরূপ কি?
ক. Simple Message Transmission Protocol
খ. Strategic Mail Transfer Protocol
গ. Strategic Mail Transmission Protocol
ঘ. Simple Mail transfer Protocol
উত্তরঃ
 
158. TCP দিয়ে কোনটি বোঝানো হয়?
ক. প্রোগ্রাম
খ. প্রোটোকল
গ. প্রোগ্রামিং
ঘ. ফ্লোচার্ট
উত্তরঃ
 
159. Push এবং Pop নীচের কার সাথে সম্পর্কিত?
ক. Queue
খ. Stack
গ. Union
ঘ. Array
উত্তরঃ
 
160. ওয়াই-ফাই (Wi-Fi) নেটওয়ার্কে সংযোগের জন্য সংশ্লিষ্ট ডিভাইসটির সংযোগ মাধ্যম কোনটি -
ক. তামার তার
খ. অপটিক্যাল ফাইবার
গ. তারহীন সংযোগ
ঘ. উপরের সবকটি
উত্তরঃ
 

   
       

Self Test For This Page

Self Test For Whole Exam Question