Learn and Examine Yourself

বিসিএস পরীক্ষা


৩৭তম বিসিএস
 
131. আকাশের রংধনু সৃষ্টির কারণ-
ক. ধুলিকণা
খ. বায়ুস্তর
গ. বৃষ্টির কণা
ঘ. অতিবেগুণী রশ্মি
উত্তরঃ
 
132. ঈষ্টের সংশ্লিষ্টতা নেই কোন শিল্পে?
ক. মদ্য শিল্পে (Wine industry)
খ. রুটি শিল্পে (Bakery)
গ. সাইট্রিক এসিড
ঘ. এক কোষীয় প্রোটিন (Single-cell-protein) তৈরীতে
উত্তরঃ
 
133. চন্দ্রে কোন বস্তুর ওজন পৃথিবীর ওজনের-
ক. দশ ভাগের একভাগ
খ. ছয় ভাগের একভাগ
গ. তিন ভাগের একভাগ
ঘ. চার ভাগের একভাগ
উত্তরঃ
 
134. মানবদেহে রোগ প্রতিরোধে প্রাথমিক প্রতিরক্ষাস্তরের (First line defence) অন্তভূক্ত নয় কোনটি?
ক. লাইসোজাইম (LYSOZYME)
খ. গ্যাসট্রিক জুস (GASTRIC JUICE)
গ. সিলিয়া (CILIA)
ঘ. লিম্ফোসাইট(LYMPHOCYTES)
উত্তরঃ
 
135. নীচের কোনটি ভাইরাসের (VIRUS) জন্য সত্য নয়?
ক. ডি. এন. এ বা আর. এন. এ থাকে
খ. শুধুমাত্র জীবদেহের অভ্যন্তরে সংখ্যাবৃদ্ধি করে
গ. স্ফটিক দানায় রূপান্তরিত (CRYSTALIATION)
ঘ. রাইবোজোম (Ribosome) থাকে
উত্তরঃ
 

136. তাপ ইঞ্জিনের কাজ – (Heat Engine)
ক. যান্ত্রিক শক্তিকে তাপশক্তিতে রূপান্তর
খ. তাপ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তর
গ. বিদ্যুৎ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তর
ঘ. তাপ শক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তর
উত্তরঃ
 
137. শূন্য মাধ্যমে শব্দের বেগ কত?
ক. ২৮০ m/s
খ. ০ m/s
গ. ৩৩২ m/s
ঘ. ১১২০ m/s
উত্তরঃ
 
138. দৈনিক খাদ্য তালিকায় সামুদ্রিক মাছ/শৈবালের অন্তর্ভুক্তি, কোন রোগের প্রাদুর্ভাব কমাতে সাহায্য করবে?
ক. হাইপো-থাইরয়ডিজম (HYPOTHYROIDSIM)
খ. রাতকানা
গ. এমিয়া
ঘ. কোয়াশিয়রকর (KWASHIORKOY)
উত্তরঃ
 
139. গ্রীন হাউজ কি?
ক. কাঁচের তৈরী ঘর
খ. সবুজ আলোর আলোকিত ঘর
গ. সবুজ ভবনের নাম
ঘ. সবুজ গাছপালা
উত্তরঃ
 
140. কোনটি জারক পদার্থ নয়?
ক. হাইড্রোজেন
খ. অক্সিজেন
গ. ক্লোরিন
ঘ. ব্রোমিন
উত্তরঃ
 

   
       

Self Test For This Page

Self Test For Whole Exam Question