Learn and Examine Yourself

বিসিএস পরীক্ষা


৩৭তম বিসিএস
 
121. বাংলাদেশের নিম্নলিখিত জেলাসমূহের মধ্যে কোন জেলা নীচু ভূমির (Low land) পরিমাণ সবচেয়ে বেশী?
ক. হবিগঞ্জ
খ. গোপালগঞ্জ
গ. কিশোরগঞ্জ
ঘ. মুন্সীগঞ্জ
উত্তরঃ
 
122. বাংলাদেশের দীর্ঘতম নদী কোনটি?
ক. মেঘনা
খ. যমুনা
গ. পদ্মা
ঘ. কর্ণফুলী
উত্তরঃ
 
123. বাংলাদেশের কোন অঞ্চল বেশী খরা প্রবণ?
ক. উত্তর-পূব অঞ্চল
খ. উত্তর-পশ্চিম অঞ্চল
গ. দক্ষিণ-পশ্চিম অঞ্চল
ঘ. দক্ষিণ-পূর্ব অঞ্চল
উত্তরঃ
 
124. বাংলাদেশের কোন অঞ্চলের পরিবেশ বন্যা নিয়ন্ত্রণ, পানি নিষ্কাষন ও সেচের (FCDI)কারণে খুব বেশী ক্ষতিগ্রস্ত হয়েছে?
ক. বরেন্দ্র অঞ্চল
খ. মধুপুর গড় অঞ্চল
গ. উপকূলীয় অঞ্চল
ঘ. চলন বিল অঞ্চল
উত্তরঃ
 
125. বাংলাদেশে বার্ষিক সর্বোচ্চ গড় বৃষ্টিপাত নিম্নের কোন স্টেশনে রেকর্ড করা হয়?
ক. সিলেট
খ. টেকনাফ
গ. কক্সবাজার
ঘ. সন্দ্বীপ
উত্তরঃ
 

126. নিম্নের কোন নিয়ামকটি একটি অঞ্চলের বা দেশের জলবায়ু নিধারণ করে না?
ক. অক্ষরেখা
খ. দ্রাঘিমারেখা
গ. উচ্চতা
ঘ. সমুদ্রস্রোত
উত্তরঃ
 
127. নিম্নের কোন আপদটি (Hazard) পৃথিবীর মানুষের মৃত্যুর প্রধান কারণ?
ক. সড়ক দুর্ঘটনা
খ. তামাক ও মাধকদ্রব্য গ্রহণ
গ. বায়ু দূষণ
ঘ. ক্যান্সার
উত্তরঃ
 
128. সার্ক দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র কোথায় অবস্থিত?
ক. নতুন দিল্লী
খ. কলম্বো
গ. ঢাকা
ঘ. কাঠমুন্ডু
উত্তরঃ
 
129. কোন পর্যায়ে দুর্যোগের ক্ষতি মূল্যায়ন করা হয়?
ক. উদ্ধার পর্যায়ে
খ. প্রভাব পর্যায়ে
গ. সতর্কতা পর্যায়ে
ঘ. পুনর্বাসন পর্যায়ে
উত্তরঃ
 
130. নিম্নের কোন দুর্যোগটি বাংলাদেশের জনগণের জীবিকার পরিবর্তনের ক্ষেত্রে দীর্ঘস্থায়ী প্রভাব ফেলতে পারে?
ক. ভূমিকম্প
খ. সমুদ্রের জলস্তরের বৃদ্ধি (Sea level rise)
গ. ঘূণিঝড় ও জলোচ্ছাস
ঘ. খরা বা বন্যা
উত্তরঃ
 

   
       

Self Test For This Page

Self Test For Whole Exam Question