Learn and Examine Yourself

বিসিএস পরীক্ষা


৩৭তম বিসিএস
 
101. ‘কালাপানি’ কোন দুই রাষ্ট্রের মধ্যে অমীমাংসিত ভূখন্ড?
ক. ভারত ও নেপাল
খ. পাকিস্তান ও চীন
গ. ভূটান ও ভারত
ঘ. বাংলাদেশ ও ভারত
উত্তরঃ
 
102. সোলোমান-দ্বীপপুঞ্জ কোন মহাসাগরে অবস্থিত?
ক. ভারত মহাসাগর
খ. প্রশান্ত মহাসাগর
গ. আটলান্টিক মহাসাগর
ঘ. আর্কটিক মহাসাগর
উত্তরঃ
 
103. চীনের জিনজিয়াং প্রদেশে বসবাসকারী প্রধান মুসলিম সম্প্রদায়ের নাম কি?
ক. তুর্কমেন
খ. উইঘুর
গ. তাজিক
ঘ. কাজাখ
উত্তরঃ
 
104. ভারত Google-কে নিচের কোন প্রোগ্রামের জন্য ছবি তোলা থেকে বিরত করে?
ক. Google Earth
খ. Street View
গ. Road Image
ঘ. Google Map
উত্তরঃ
 
105. সংবিধান অনুযায়ী মিয়ানমারের সংসদে কত শতাংশ আসন অনির্বাচিত সামরিক বাহিনীর সদস্যদের জন্য সংরক্ষিত থাকবে?
ক. ২৫%
খ. ৩৫%
গ. ৪৫%
ঘ. ৫৫%
উত্তরঃ
 

106. নিম্নের কোনটি গ্রীন হাউজ গ্যাস নয়?
ক. নাইট্রাস অক্সাইড
খ. কার্বন-ডাই-অক্সাইড
গ. অক্সিজেন
ঘ. মিথেন
উত্তরঃ
 
107. জাতিসংঘের পরিবেশ বিষয়ক সস্থা (UNEP) ও জলবায়ু বিষয়ক সংস্থা (WMO)এর মিলিত উদ্যোগে প্রতিষ্ঠা লাভ করে-
ক. IPCC
খ. COP 21
গ. Green Peace
ঘ. Sierra Club
উত্তরঃ
 
108. World development Report নিম্নের কোন সংস্থাটির বার্ষিক প্রকাশনা?
ক. UNDP
খ. World Bank
গ. IMF
ঘ. BRICS
উত্তরঃ
 
109. IMF এর সদর দপ্তর অবস্থিত-
ক. ওয়াশিংটন ডিসি
খ. নিউইয়র্ক
গ. জেনেভা
ঘ. রোম
উত্তরঃ
 
110. বিশ্বব্যাংক সংশ্লিষ্ট কোন সংস্থাটি স্বল্প আয়ের উন্নয়নশীল দেশে বেসরকারী খাতে আর্থিক ও উপদেশ দিয়ে থাকে?
ক. IFC
খ. IBRD
গ. MIGA
ঘ. ICSID
উত্তরঃ
 

   
       

Self Test For This Page

Self Test For Whole Exam Question