Learn and Examine Yourself

বিসিএস পরীক্ষা


৩৭তম বিসিএস
 
1. কোনটি বাগধারা বোঝায়?
ক. চৈত্র সংক্রান্তি
খ. পৌষ সংক্রান্তি
গ. শিরে সংক্রান্তি
ঘ. শিব-সংক্রান্তি
উত্তরঃ
 
2. কোনটি মৌলিক শব্দ?
ক. মানব
খ. গোলাপ
গ. একাঙ্ক
ঘ. ধাতব
উত্তরঃ
 
3. বাংলা সাহিত্যের ইতিহাস বিষয়ক গ্রন্থসমূহের মধ্যে কোনটি ড. মুহম্মদ শহীদুল্লাহর লেখা?
ক. বঙ্গভাষা ও সাহিত্য
খ. বাঙ্গালা সাহিত্যের ইতিহাস
গ. বাংলা সাহিত্যের ইতিব্রত্ত
ঘ. বাংলা সাহিত্যের কথা
উত্তরঃ
 
4. ভাষা আন্দোলন ভিত্তিক প্রথম পত্রিকার সম্পাদকের নাম কী?
ক. মনীর চৌধুরী
খ. হাসার হাফিজুর রহমান
গ. শামসুর রাহমান
ঘ. গাজীউল হক
উত্তরঃ
 
5. নিচের কোন বানানগুচ্ছের সবগুলো বানানই অশুদ্ধ?
ক. নিক্কন, সূচগ্র, অনুর্ধ্ব
খ. অনূর্বর, উধ্বগামী, শুদ্ধ্যশুদ্ধি
গ. ভূরিভূরি, ভূঁড়িওয়ালা, মাতৃষ্বসা
ঘ. রানি, বিকিরণ, দূরতিক্রম্য
উত্তরঃ
 

6. বাংলাদেশ ‘গ্রাম থিয়েটারে’র প্রবর্তক কে?
ক. মমতাজ উদদীন আহমদ
খ. আব্দুল্লাহ আল মামুন
গ. সেলিম আল দীন
ঘ. রামেন্দু মজুমদার
উত্তরঃ
 
7. ‘সমভিব্যাহারে’ শব্দটির অর্থ কী?
ক. একাগ্রতায়
খ. সমান ব্যবহারে
গ. সমভাবনায়
ঘ. একযোগে
উত্তরঃ
 
8. শৃঙ্গার রসকে বৈষ্ণব পদাবলিতে কী রস বলে?
ক. ভাবরস
খ. মধুর রস
গ. প্রেমরস
ঘ. লীলা রস
উত্তরঃ
 
9. ড. মুহম্মদ শহীদুল্লাহ্ সম্পাদিত চর্যাপদ বিষয়ক গ্রন্থের নাম কী?
ক. Buddhist Mystic Songs
খ. চর্যাগীতিকা
গ. চর্যাগীতিকোষ
ঘ. হাজার বছরের পুরাণ বাংলা ভাষায় বৌদ্ধগান ও দোহা
উত্তরঃ
 
10. ‘পূর্ববঙ্গ গীতিকা’র লোকপালাসমূহের সংগ্রাহক কে?
ক. দক্ষিণারঞ্জণ মিত্র মজুমদার
খ. হরপ্রসাদ শাস্ত্রী
গ. চন্দ্রকুমার দে
ঘ. দীনেশচন্দ্র সেন
উত্তরঃ
 

   
       

Self Test For This Page

Self Test For Whole Exam Question