Learn and Examine Yourself

বিসিএস পরীক্ষা


৩৬তম বিসিএস
 
81. সুন্দরবন - এর কত শতাংশ বাংলাদেশের ভৌগোলিক সীমার মধ্যে পড়েছে?
ক. ৫০%
খ. ৫৮%
গ. ৬২%
ঘ. ৬৬%
উত্তরঃ
 
82. MDG - এর অন্যতম লক্ষ্য কি?
ক. দেশ থেকে পোলিও নির্মূল
খ. HIV/AIDS নির্মূল করা
গ. যক্ষাক নির্মূল করা
ঘ. ক্ষুধা ও দারিদ্র দূর করা
উত্তরঃ
 
83. তত্ত্ববধায়ক সরকার ব্যবস্থা সংবিধানের কততম সংশোধনীর মাধ্যমে রদ করা হয়েছে?
ক. ১২ তম
খ. ১৩ তম
গ. ১৪ তম
ঘ. ১৫ তম
উত্তরঃ
 
84. বাংলাদেশের জাতীয় সংসদ কয় কক্ষ বিশিষ্ট?
ক. এক কক্ষ
খ. দুই বা দ্বিকক্ষ
গ. তিন কক্ষ
ঘ. বহুকক্ষ বিশিষ্ট
উত্তরঃ
 
85. ভারতের কতটি ‘ছিটমহল’ বাংলাদেশের ভৌগলিক সীমার অন্তর্ভূক্ত হয়েছে?
ক. ১৬২ টি
খ. ১১১ টি
গ. ৫১ টি
ঘ. ১০১ টি
উত্তরঃ
 

86. বাংলাদেশের ভৌগলিক অবস্থান কোনটি?
ক. ২২° - ৩০´ ২০° - ৩৪´ দক্ষিণ অক্ষাংশে
খ. ৮০° - ৩১´ ৪০° - ৯০´ দ্রাঘিমাংশে
গ. ৩৪° - ২৫´ ৩৮´ উত্তর অক্ষাংশে
ঘ. ৮৮° - ০১´ থেকে ৯২° - ৪১´ পূর্ব দ্রাঘিমাংশে
উত্তরঃ
 
87. বাংলাদেশের জাতীয় পতাকা কবে গৃহীত হয়?
ক. ১৭ জানুয়ারী ১৯৭২
খ. ২৬ মার্চ ১৯৭১
গ. ১৬ ডিসেম্বর ১৯৭১
ঘ. ২১ ফেব্রুয়ারী ১৯৭২
উত্তরঃ
 
88. বাংলাদেশের প্রথম আদমশুমারী অনুষ্ঠিত হয় কবে?
ক. ১৯৭২ সালে
খ. ১৯৭৩ সালে
গ. ১৯৭৪ সালে
ঘ. ১৯৭৭ সালে
উত্তরঃ
 
89. কোন উপজাতি বা ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ধর্ম ইসলাম?
ক. রাখাইন
খ. মারমা
গ. পাঙন
ঘ. খিয়াং
উত্তরঃ
 
90. ঢাকার ‘ধোলাই খাল’ কে খনন করেন?
ক. পরিবিবি
খ. ইসলাম খান
গ. শায়েস্তা খান
ঘ. ঈশা খান
উত্তরঃ
 

   
       

Self Test For This Page

Self Test For Whole Exam Question